এইদিন ওয়েবডেস্ক,বার্লিন,৩১ মে : আজ শুক্রবার জার্মানির (Germany)ম্যানহেইমে (Mannheim) একটি জনসভা চলাকালীন সন্ত্রাসী হামলার (Terror Attack) ঘটনা ঘটেছে । এক ইসলামি সন্ত্রাসবাদী ছুরি হাতে জার্মান রক্ষণশীল রাজনীতিবিদ তথা ইসলাম বিরোধী কর্মী মাইকেল স্টুরজেনবার্গার(Michael Stürzenberger) উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপায় । তাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক পুলিশকর্মীসহ মাইকেলের বেশ কয়েকজন সহকর্মী । পুলিশ কর্মকর্তার গলায় ছুরিকাঘাত করা হয়। পুলিশ ওই সন্ত্রাসবাদীকে গুলি করে খতম করে । তবে হামলাকারীর পরিচয় জান যায়নি ।
স্টুরজেনবার্গার, তার অতি-ডানপন্থী মতামত এবং ইসলামের সমালোচনার জন্য পরিচিত । হামলার সময় নাগরিক আন্দোলন প্যাক্স ইউরোপা আয়োজিত একটি সমাবেশে অংশগ্রহণ করছিলেন তিনি । হামলার মুহুর্তের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে দেখা গেছে মুখে দাড়ি ভর্তি একজন ব্যক্তি হাতে একটা ধারাল ছুরি নিয়ে “আল্লাহু আকবর” শ্লোগান দিতে দিতে একের পর এক ব্যক্তিকে এলোপাথাড়ি কোপাচ্ছে । অন্তত ৩ জনকে জখম অবস্থায় ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । শেষে সন্ত্রাসীকে লক্ষ্য করে এক পুলিশকর্মী একরাউন্ড গুলি চালালে সে লুটিয়ে পড়ে । গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
এদিকে এই ঘটনার পর বর্তমান জার্মান সরকারের উদার অভিবাসন নীতি নিয়ে ফের একবার ক্ষোভের সৃষ্টি হয়েছে । নেটাগরিকদের অভিযোগ,’আঙ্গেলা মার্কেল(Angela Merkel) একটি উন্মুক্ত সীমান্ত নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত, ‘প্রায় এক মিলিয়ন মুসলিম অভিবাসীকে জার্মানিতে প্রবেশের অনুমতি দিয়েছে এবং জার্মানির ইসলামিকরণের বীজ বপন করেছে ৷ এই ধরনের আক্রমণ অমূলক কিছু নয় । জার্মানদের মধ্যে শঙ্কা বাড়াবে এতে ।’
প্রসঙ্গত,দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পদক্ষেপে জার্মানি নয়াদিল্লির সমালোচনা করেছিল । ভারতকে বিপাকে ফেলতে কাশ্মীর বিরোধেও পাকিস্তানের সুরে সুর মিলিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চায় জার্মানি । এখন উদার অভিবাসন নীতির কারনে নিজের দেশেই জার্মান সরকার তীব্র ক্ষোভের মুখে পড়েছে ।।