এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),৩১ মে : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা বাজার থেকে একজন ভবঘুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে আসে পুলিশ । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । চিকিৎসকরা জানিয়েছেন যে হিটস্ট্রোকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে । আজ শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
স্থানীয়রা জানান, দিন দুয়েক বলগোনা বাজারে আসেন চেক লুঙ্গি ও আকাশি জামা পরা ওই ব্যক্তি । তিনি বাজারেই ঘোরাঘুরি করছিলেন । দোকানে দোকানে ঘুরে ভিক্ষা করছিলেন ৷ বৃহস্পতিবার বিকেল নাগাদ বলগোনা বাজারে রাস্তার ধারে একটি বন্ধ দোকানের সামনে তাকে হেলান দিয়ে বসে থাকতে দেখা যায়৷ প্রথমে স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন যে তীব্র দাবদহের মধ্যে ঘুরেঘুরে ক্লান্ত হয়ে ঘুমচ্ছেন তিনি । কিন্তু তাকে দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকতে দেখে তাদের সন্দেহ হয় । তখন তারা ব্যক্তির কাছে গিয়ে জানতে পারেন যে তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেছে। এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় । পুলিশ জানিয়েছে, মৃত ভবঘুরের পরিচয় জানার চেষ্টা চলছে ।।