এইদিন ওয়েবডেস্ক,লাগোস(নাইজেরিয়া),৩০ মে : আজ বৃহস্পতিবার সকালে নাইজেরিয়ার লাগোস রাজ্যের আইসালে ইকো এলাকায় একটি দ্বিতল ভবন ধসে বহু মানুষ ধ্বংসস্তুপে চাপা পড়েছে । ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় আজ সকাল ১১ টা নাগাদ রিলওয়ানু আকিওলুর প্রাসাদের লাগোসের ওবার কাছে ১৫ নম্বর ইগা ইদুঙ্গারান এলাকায় । লাগোস স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি, লাসেমা, লাগোস স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস, নাইজেরিয়া পুলিশ এবং অন্যান্য জরুরী বিভাগের কর্মীরা জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে । এখনো পর্যন্ত দশজনকে উদ্ধার করা হয়েছে । বর্তমানে তল্লাশি অভিযান চলছে । ঘটনা সম্পর্কে বিবরণ দেওয়ার সময়, লাগোস স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (LASEMA) এর স্থায়ী সচিব ওলুফেমি দামিলোলা ওকে-ওসানিনতোলু বলেছেন, উদ্ধারকৃত ব্যক্তিদরা চিকিৎসা চলছে । তিনি বলেন,’ধ্বংসস্তূপ থেকে দশ জন, নয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন ১৭ বছর বয়সী মেয়েকে উদ্ধার করা হয়েছে । এজেন্সি প্যারামেডিকসের কাছ থেকে প্রাক-হাসপাতাল পরিচর্যা পাওয়ার পর, তাদের এখন ইগা ইদুগানরান প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা চলছে।’
লাগোস দ্বীপের দোসুনমু মার্কেটের কিছু অংশে অগ্নিকাণ্ডের পর কাঠামোটি বিপজ্জনক হয়ে গিয়েছিল বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা । নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট (NEMA) এজেন্সির লাগোস টেরিটোরিয়াল কো-অর্ডিনেটর ইব্রাহিম ফারিনলয়ে,ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, বলেছেন যে আরও ১৪ টি ভবন আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের অবশিষ্টাংশগুলি ভেঙে সমতল করে দেওয়া হবে এবং পাশের ভবনগুলি কতটা সুরক্ষিত তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান । এর আগে গত এপ্রিলে লাগোস দ্বীপের (Lagos Island) দোসুনমু মার্কেটে আগুন লেগে চারটি ভবন ধসে পড়ে।।