এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ মে : পশ্চিমবঙ্গে বিজেপি ৩০ এর অধিক আসন জিতবে বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) । তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আমরা বর্তমানে ৩০ প্লাস আসনে জিতে আছি । পরবর্তীকালে এই সংখ্যাটা বাড়বে । সব মিলে পশ্চিমবঙ্গে ৩০ এর অধিক আসন পাবে বিজেপি ।’
প্রসঙ্গত,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিএএ-এর বিরুদ্ধে বারবার সরব হতে দেখা যায় । তিনি দাবি করেন যে সিএএ কার্যকর করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে কেন্দ্রের বিজেপি সরকার । এই বিষয়ে জেপি নাড্ডাকে প্রশ্ন করা হলে তিনি নজিরবিহীন ভাষায় মমতা ব্যানার্জিকে আক্রমন করে তাঁকে ‘অশিক্ষিত মুখ্যমন্ত্রী’ বলে অবিহত করেন । নাড্ডা বলেন,’মমতা একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রী । ও জানে না যে নাগরিকত্ব ইস্যু রাজ্যের বিষয় নয়, এটা কেন্দ্রের বিষয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে সিএএ পার্লামেন্টে পাস হয়ে গেছে৷ এরপরে এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করে এবং তোষামোদের রাজনীতির মাধ্যমে ডিভাইড অ্যান্ড রুল প্রয়োগ করে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি ৷’ তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন, ‘অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার কাজ মমতা করছে,দেশকে সমস্যায় ফেলে নিজের চেয়ার বাঁচানোর চেষ্টা করছে । কিন্তু ভারত ও বাংলার মানুষ এটা করতে দেবেনা ।’
দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে আজ সন্ধ্যায় হাজরা মোড়ে বিশাল রোড শো করেন জেপি নাড্ডা । প্রার্থী ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । তার আগে কলকাতা বিমানবন্দরে জেপি নাড্ডাকে স্বাগত বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব।।