এইদিন ওয়েবডেস্ক,ভাতার,১৯ নভেম্বর : হঠাৎ ক্যানেলে জল চলে আসায় আমনধানের জমি জলমগ্ন পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের আমারুন ১ অঞ্চলের বেশকিছু কৃষকের।কৃষকরা সবে ধান কাটা শুরু করেছিলেন। কারও জমিতে পড়ে রয়েছে কাটা ধান। ক্যানেলের জল জমিতে ঢুকে প্লাবিত করে দিয়েছে সেসব পাকা ধান। তার ফলে ধান তোলা নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা।
জানা গিয়েছে,ভাতারের আড়া, আমারুন প্রভৃতি গ্রামের মাঠে বেশকিছু জমিতে এই সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন বুধবার রাত থেকে ডিভিসি শাখা ক্যানেলে হঠাৎ করে জল চলে আসে। বৃহস্পতিবার সকালে জানতে পারেন।কৃষকরা জাতীয় ক্যানেলের কিছু অংশে বাঁধ ভাঙা ছিল। ফলে জল ঢুকে পড়েছে জমিতে। এই অবস্থায় ক্যানেলে জলে পাকা ধানের প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে।কৃষকরা ক্ষতিপূরণের দাবি তুলেছেন।
আমারুন ১ পঞ্চায়েতের প্রধান দীপক ভট্টাচার্য জানান বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।