তোমার দেওয়া “সবুজ খাতা”
রঙবেরঙের নকশা কাটা।
শেষ বিকেলে “খাতার ভাঁজে”
শুকনো গোলাপ থাকতো জেগে।
দুই আঙুলের আলতো ছোঁয়া
হৃদয় জ্বলে উঠতো ধোঁয়া।
ঝাপসা চোখে হাজার বারণ
অব্যক্ত ঠোঁট খোঁজে কারণ।
ঢেউ নেমেছে নদীর বুকে
আঙুলে তার শঙ্খ ফোটে।
বাইরে তখন ঝোড়ো হাওয়া
আমার শুধু হয়না যাওয়া।
পর্দা ওড়ে দমকা ঝড়ে
ডাকদিলো কে চেনা সুরে।
বুকের ভেতর সন্ধ্যা নামে
আমি ছাড়া কে তোমায় চেনে।
হয়তো তুমি হাওয়ার বেশে
আসবে আবার এ দেশে।
তাই দুয়ার খুলে দাঁড়িয়ে থাকি
যদি আবছা চোখে তোমার দেখি।
দূরত্বটা খুব বেশি নয়
হাত বাড়ালেই আছি
মৃত্যু জানি চিরসত্য
আমি “আকস্মিকে” বাঁচি।।