প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ মে : ঘূর্ণিঝড় রেমালের দাপটে রাস্তার উপরে ভেঙে পড়া ইলেকট্রিক পোল টপকে যেতেগিয়ে দুর্ঘটনার কবলে পড়লো একটি চারচাকা গাড়ি । সড়ক পথ থেকে গাড়িটি নেমে গিয়ে পড়ে ক্যানেলে। তবে বরাত জোরে রক্ষা পেয়ে যান গাড়িটির চালক সহ আরোহীরা । সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান বোয়াইচণ্ডী রোডের পূর্ব বর্ধমানের খণ্ডগোষের তোড়কনার কাছে।পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে । শুরু হয়েছে ক্যানেল থেকে গাড়িটি উদ্ধারের কাজ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারচাকা প্রাইভেট গাড়িটি এদিন মোগলমারী থেকে বাঁকুড়ার ইন্দাসের দিকে যাচ্ছিল। তার আগেই ঘুর্ণিঝড় রেমালের দাপড়ে ওই পথের উপরে ভেঙে পড়ে ইলেকট্রিক পোল।লতা পতায় মোড়া অবস্থায় আসলে পথের উপর যে তার সহ ইলেকট্রিক পোল পড়ে তা বুঝতে পারেন না গাড়িটির চালক । তিনি বুঝতে পরেন তখন তিনি আর গাড়িটির নিয়ন্ত্রণ সামলাতে পারেন না । পথের ধারে ক্যানেলে গাড়িটি নেমে যায়। চার চাকা গাড়ির চালকের অল্প বিস্তার চোট পেলেও তিনি বড় কোন অঘটন থেকে রক্ষা পান ।।