এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ মে : এলাকায় একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । বাইক চুরির মূল পান্ডা বীরভূম জেলার নানুর থানার ভেঁপুরি গ্রামের ইমদাদুল্লা শেখ ওরফে খায়রুল (২৩)কে দিন কয়েক আগে চেন্নাই থেকে পাকড়াও করে আনে পুলিশ । আদালতে তুলে পুলিশ তাকে জেরা করে ৬ টি চোরাই বাইক উদ্ধার করতে সক্ষম হল । তার মধ্যে ৩ টি বাইক ইমদাদুল্লা শেখের বাড়ি থেকে উদ্ধার হয়েছে । বাকি ৩ টি বাইকের মধ্যে দুটি ভাতার থেকে এবং একটি বাইক উদ্ধার হয়েছে বীরভূমের কাঁকুনিয়া গ্রাম থেকে ।
নানুর থানার ভেঁপুরি গ্রামের ইমদাদুল্লা শেখ চেন্নাইয়ে রাজমিস্ত্রীর কাজ করত । তবে তার মূল রোজকারের উৎস হল মোটরসাইকেল চুরি করে বিক্রি করে দেওয়া । চেন্নাইয়ে কয়েক মাস রাজমিস্ত্রীর কাজ করার পরেই পার্শ্ববর্তী এলাকায় ঘুরে ঘুরে বাইক চুরি করে বেড়াত ইমদাদুল্লা । চুরির পর সে ফের চেন্নাইয়ে গিয়ে গাঢাকা দিতে । পরে সময়মত ফের বাড়ি ফিরে এসে একে একে বাইকগুলি বিক্রি করে দিত ।
সাম্প্রতিক সময়ে কাটোয়ায় একের পর এক বাইক চুরি যাচ্ছিল । কাটোয়া শহরের কলেজপাড়ার বাসিন্দা সুচন্দন সেন নামে এক আইনজীবীর বাড়ির সামনে থেকে তার বাইকের হ্যান্ডেল লক ভেঙে চম্পট দিয়েছিল ইমদাদুল্লা শেখ । এর আগে আরও ৪ টি বাইক চুরির ঘটনা ঘটেছিল কাটোয়ায় । গত ২৯ এপ্রিল সুচন্দনবাবু থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার তদন্তে নামে । তদন্তে সিসিটিভি ফুটেজে ইমদাদুল্লাকে চিহ্নিত করে পুলিশ । শেষ পর্যন্ত বীরভূম জেলার নানুর থানার পুলিশের কাছ থেকে ইমদাদুল্লার হদিশ পায় কাটোয়া থানার পুলিশ । শেষ পর্যন্ত চেন্নাই থেকে তাকে গ্রেফতার করা হয় ।
পুলিশ সূত্রে খবর,জেরায় ওই দুষ্কৃতী জানিয়েছে যে উদ্ধার হওয়া বাইকগুলির মধ্যে ৫ টি বাইক কাটোয়া থেকে চুরি করেছিল এবং একটা বাইক চুরি করেছিল বর্ধমান শহর থেকে। পুলিশের অনুমান, বাইক চুরির একটা বড়সড় চক্রের সদস্য নানুর থানার ভেঁপুরি গ্রামের বাসিন্দা ইমদাদুল্লা শেখ । চক্রের বাকিদের হদিশ পেতে হেফাজতে থাকা ওই দুষ্কৃতীকে ম্যারাথন জেরা চালাচ্ছে কাটোয়া থানার পুলিশ ।।