এসে গেছি খুব সাবধান–
মানবনা কোন বাধা হয়েছি বলিয়ান।
মে মাসে দহন জ্বালায়,
মনে বিদ্রোহ জাগায়।
আইলা, ফনি, আমফান,
ইয়াস, রেমাল, আমরা পাঁচ ভাই।
উত্তপ্ত অগ্নিবাণের নিক্ষেপে
আমাদের জীবন জ্বলে যায়
তান্ডব নৃত্য খেলায় আমরা
মেতেছিরে
তাইতো আমরা বেশি আসি মে মাসে ফিরে ফিরে।
আমরা আছি সংবাদপত্রে,
মোবাইলে
মানুষ আতঙ্কিত হয় আমরা আসার সংবাদ পেলে।
করবো না কোন ক্ষতি চিন্তা নাই রে,
শান্ত হবে প্রকৃতি সবকিছু
তাণ্ডবের পরে।
ভরবে পুকুর খাল বিল নদী
জলে,
সবুজ শস্য শ্যামলা ভরবে সোনার ফসলে।
পক্ষীসাবক থাকবে যত্নে, গাছের কোঠোরে,
নাই নাই গো নাই ভয়
হবে হবেই জয়।
শীতল হবে ধরা, প্রতিটি প্রাণীর অন্তরে।