এইদিন ওয়েবডেস্ক,পেশোয়ার,২৬ মে : পেশোয়ার শহরে পাকিস্তানি সেনা ও বিদ্রোহীর মধ্যে সংঘর্ষের ফলে দুই পাকিস্তানি সেনা ও পাঁচ বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩ যোদ্ধা । মৃত পাকিস্তানি সেনারা হল ক্যাপ্টেন হোসেন জাহাঙ্গীর(২৫) ও হাবিলদার শফিকুল্লাহ(৩৬)। পেশোয়ার জেলার হাসান খেল এলাকায় এই সংঘর্ষ হয় । ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে আজ রবিবার নিরাপত্তা বাহিনী বিদ্রোহী যোদ্ধাদের উপস্থিতির খবর পেয়ে গোয়েন্দা-ভিত্তিক অভিযান (আইবিও) অভিযান শুরু করা হয় । সেই সময় দু’পক্ষের তুমুল গোলাগুলি চললে হতাহতের ঘটনা ঘটে । এখনো অভিযান চলছে বলে জানিয়েছে আইএসপিআর । পাকিস্তানি সেনাবাহিনী বিদ্রোহী যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছে। তবে এই হতাহত যোদ্ধারা কোন দলের সদস্য তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত,বেলুচিস্তানের স্বাধীনতার জন্য দীর্ঘ কয়েক দশক ধরে সক্রিয় রয়েছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) । প্রায় দিনই স্বাধীনতাকামী বিএলএ-এর যোদ্ধাদের সঙ্গে পাকিস্তান সেনার লড়াইয়ে উভয়পক্ষের হতাহতের ঘটনা ঘটে । এছাড়া পাকিস্তানে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান ২০২২ সালের নভেম্বরে সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করলে পাকিস্তানে হামলা প্রচুর বেড়ে যায় । বিশেষ করে খাইবার পাখতুনখোওয়া এবং বেলুচিস্তানে প্রায় দিনই বিদ্রোহী ও সেনার লড়াই চলে ।
চলতি মাসের শুরুর দিকে, বেলুচিস্তানের জোব জেলায় একটি আইবিও চলাকালীন একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার মৃত্যু হয় । নিহত হয় তিন যোদ্ধারও । গত মার্চে পাকিস্তানের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ দ্বারা একটি প্রতিবেদন অনুযায়ী,চলতি বছরে বিদ্রোহী যোদ্ধাদের হামলায় বেসামরিক ব্যক্তি ও নিরাপত্তা কর্মী মিলে ৪৩২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৩৭০ জন । বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে ২৪৫ টি ।
প্রতিবেদনে বলা হয়েছে,চলতি বছরে প্রথম ত্রৈমাসিকে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা খাইবার পাখতুনখোওয়া ও বেলুচিস্তানে এবং গুলি হামলা ৮৬ শতাংশ বেড়েছে । প্রাণহানির ঘটনা বেড়েছে ৯২ শতাংশ ।।