এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ মে : গুজরাট গেমিং জোনের পরে এবারে দিল্লির বিবেক বিহারের নিউ বর্ন বেবি কেয়ার হাসপাতালে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । যার ফলে সাতটি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে । আগুন লাগার খবর পেয়ে রাত্রি ১১:৩২ নাগাদ দমকলে ৯ টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় । পরে আরও ৭ টি ইঞ্জিন আনা হয় । দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, যে হাসপাতাল থেকে ১১ নবজাতককে উদ্ধার করা হয়েছে এবং আগুনের কারণ নির্ধারণের চেষ্টা চলছে। পুলিশ এবং দমকলকর্মীরা আগুন নেভাতে এবং অবশিষ্ট রোগী ও কর্মীদের উদ্ধার অভিযান শুরু করে । উদ্ধারকৃত নবজাতকদের উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য পূর্ব দিল্লির অ্যাডভান্স এনআইসিইউ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি । এই মর্মান্তিক ঘটনার দিনেই গুজরাটের রাজকোট শহরের একটি গেম জোনে অগ্নিকাণ্ডের জেরে ২৭ জন ব্যক্তি প্রাণ হারায় । মৃতদের মধ্যে রয়েছে বহু শিশু ও তাদের অবিভাবকরা।।