এইদিন ওয়েবডেস্ক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর),২৫ মে : ‘তৃণমূলকে সাফ করে দিয়েছি, ২০০ -এর বেশি জায়গায় ওরা এজেন্ট দিতে পারেনি’ বললেন আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা অধিকারী । নন্দীগ্রামের নন্দনায়কবাড় ৭৯ নম্বর বুথে ভোট দেওয়ার পর বেরিয়ে এসে দলের বুথ ক্যাম্পে বসে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু । প্রায় ৩ ঘন্টা ভোটের গতিবিধি দেখার পর তাঁর চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। শুভেন্দু অধিকারী বলেন,’আমরা তৃণমূল কংগ্রেসের সাফ করে দিয়েছি । তৃণমূল কংগ্রেস ২০০-এর বেশি জায়গায় এজেন্ট দিতে পারেনি । সোনাচুড়া, গোকুলনগর,ভেকুটিয়া প্রভৃতি সহ নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এজেন্ট পর্যন্ত নেই । আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে ২০২১ সালে আমারও যেখানে ভোট বাড়েনি, সেই ৬৩ টি মুসলিম বুথের প্রায় সবগুলিতে মুসলিম ছেলেরাই আমাদের এজেন্ট হিসেবে বসেছে, আব্বাস বেগের নেতৃত্বে । এটা খুবই ভালো লক্ষণ ।’
তিনি বলেন,’লোকে তৃণমূলের দফারফা করে দিয়েছে । ইভিএম মেশিনে পদ্মফুলে বোতামে এতবার টেপা হয়েছে যে বসে গেছে। তিন ঘন্টা ভোট হলো,সব পদ্মে পড়েছে । ওদের ক্যাম্প থেকে দু চারটে লোক আছে, তারা আমাকে চোখ মারছে,বলছে ঠিকাদারি করি । আমি তাদের ইশারায় বললাম চুপচাপ পদ্মে ছাপ।’
শুভেন্দু বলেন,’আমাদের আশা যে অভিজিৎবাবুকে আমরা অনেক বেশি মার্জিন দিতে পারব । নন্দীগ্রাম দুই নম্বর ব্লকে ১৮-২০ হাজার ভোটে লিড হবে । এক নম্বর ব্লকে ৫-১০ হাজার ভোটে লিড হবে বলে আমার বিশ্বাস । নন্দীগ্রামে আমাদের ৩০,০০০ টার টার্গেট আছে, আশা করছি কাছাকাছি যেতে পারবো ।’
অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দিব্যেন্দু অধিকারীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভের প্রসঙ্গে শুভেন্দু বলেন,’ওরা তৃণমূল নয় । ওগুলো তৃণমূলই কিন্তু লুম্পেন । এটা আইপ্যাক-এর পরিকল্পনায় হচ্ছে । ওরা সাফ হয়ে গেছে। ঘাটালে হিরনকে আটকেছিল,এখন পেটানি খাচ্ছে ।’ বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ভোট দিতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু বলেন,’ওদেরকে কাঁদতে বলুন । ময়না সহ বহু জায়গায় ওদের এজেন্ট নাই । ওদের এনার্জি ভাইপো ব্যানার্জি । চোরেদের পক্ষে কোন লোক যেতে পারে না ৷’
তিনি আরও বলেন,’আমার বিশ্বাস ৪০০-এর বেশি আসন নিয়ে মোদী জি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন । তমলুক, নন্দীগ্রাম সহ সতীশবাবুর জায়গায় এখানে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবেন প্রাক্তন বিচারপতি গাঙ্গুলী । আমি বেশ কিছু জায়গায় ছোটখাটো উন্নয়ন করেছি কিন্তু বৃহত্তর উন্নয়ন এখনো বাকি আছে । সেগুলো মোদীজির আশীর্বাদ ও সহযোগিতা নিয়ে জাস্টিস গাঙ্গুলি করবেন, এই বিশ্বাস আমার আছে ।’।