এইদিন ওয়েবডেস্ক,তমলুক(পূর্ব মেদিনীপুর),২৫ মে : আজ এরাজ্যের ৮ টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে । ওই আসনগুলি হল তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণপুর । উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেব, সৌমিত্র খাঁ,হিরন ও শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী । এবারে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ভোটের গতিবিধির উপর নজর রাখতে সকাল ৫ টা থেকেই ভোটকেন্দ্রগুলিতে ঘুরতে শুরু করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি অভিযোগ তুলেছেন তমলুকে পুলিশের সন্ত্রাস চলছে ।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তমলুকের বিজেপি প্রার্থী অভিযোগ করেন,’পুলিশ সন্ত্রাস চালাচ্ছে, বিশেষ করে নন্দীগ্রামে। যে মহিলাকে খুন হয়েছে সেই সেই খুনিদের পাহাড়া দিয়ে নিয়ে গিয়ে বিজেপির নেতাকর্মীদের খুঁজে খুঁজে ধাওয়া করছে পুলিশ । আমাদের একজনকে গ্রেফতারও করা হয়েছে । দিনভর আমাদের ৬ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ উদ্দেশ্য একটাই যেনতেন প্রকারেণ প্রকারণ দেখাতে হবে যে নন্দীগ্রামে ওরা বেশি ভোট পেয়েছে ।’ অভিজিৎ গন্তব্য গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ‘মমতা ব্যানার্জি এটাকে প্রেস্টিজ ফাইট হিসেবে নিয়েছেন, তাই তিনি পুলিশকে দিয়ে সন্ত্রাস চালাচ্ছেন ।
পাশাপাশি হলদিয়ায় ২০৮ নম্বর বুথে বিজেপির এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে । হলদিয়ার একটি বুথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেয় তৃণমূলের লোকজন । কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আশঙ্কা করেন,’ষষ্ঠ দফার ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে।’।