এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৪ মে : দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার দায়ের করা মানহানির মামলায় নর্মদা বাঁচাও নেত্রী মেধা পাটকরকে দোষী সাব্যস্ত করল দিল্লির একটি আদালত । আজ শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা এই রায় ঘোষণা করেন । প্রাসঙ্গিক আইন অনুসারে, মেধা পাটকরের দুই বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে ।
ঘটনাটি ২০০০ সালের । সাক্সেনা তখন আহমেদাবাদ -ভিত্তিক এনজিওর (ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল লিবার্টিজ) প্রধান ছিলেন । মেধা পাটকর তার বিরুদ্ধে একটি আপত্তিকর বিজ্ঞাপন প্রকাশের জন্য ভি কে সাক্সেনার বিরুদ্ধে মামলা করেছিলেন । এর প্রতিক্রিয়ায় মেধা পাটকরের বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করেছিলেন সাক্সেনা। সাক্সেনার অভিযোগ টিভি চ্যানেলে তার বিরুদ্ধে অবমাননাকর বিবৃতি দিয়েছিলেন মেধা পাটকর । ওই চ্যানেলে বসে সাক্সেনাকে কাপুরুষ এবং হাওয়ালা লেনদেনে তার জড়িত থাকার অভিযোগ তোলেন মেধা পাটকর। আদালত দেখেছে যে মেধার করা বিবৃতিগুলি কেবল মানহানিকরই নয়, নেতিবাচক ধারণা তৈরি করা উদ্দেশ্য ছিল ।।