এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ মে : প্রায় এক মাস আগে বাড়ির সামনে নিজের বাইকটি দাঁড় করিয়ে রেখেছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কলেজপাড়ার বাসিন্দা সুচন্দন সেন নামে এক আইনজীবী । কর্মস্থল কাটোয়া আদালত যাওয়ার জন্য কিছু পরে তিনি বাইরে বেরিয়ে আসেন । কিন্তু তিনি দেখেন যে তার বাইকটি উধাও হয়ে গেছে । বাইকটি চুরি হয়ে গেছে বুঝতে পেরে তিনি কাটোয়া থানার দ্বারস্থ হন । শেষ পর্যন্ত বাইক চোর বীরভূম জেলার নানুর থানার ভেঁপুরি গ্রামের বাসিন্দা ইমদাদুল্লা শেখকে (২৩) চিহ্নিত করে মঙ্গলবার চেন্নাইয়ে তাকে পাকড়াও করে পুলিশ । ট্রানজিট রিমান্ডে তাকে কাটোয়ায় নিয়ে এসে শুক্রবার কাটোয়া আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় । ধৃতকে প্রাথমিকভাবে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে আইনজীবীর বাইক ছাড়াও কাটোয়া শহর থেকে আরও অন্তত তিনটি বাইক চুরি করেছিল ইমদাদুল্লা । এখন চুরি যাওয়া বাইকগুলি উদ্ধারের জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে ।
পুলিশ সূত্রে খবর,চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করে ইমদাদুল্লা শেখ । দুই চার মাস অন্তর সে বাড়ি ফিরত । আর ওই সময়ের মধ্যেই আশপাশের এলাকা থেকে ২-৩ টে বাইক চুরি করে সে বিক্রি করে দিয়ে ফের চেন্নাইয়ে গিয়ে গাঢাকা দিত । গত ২৯ এপ্রিল কাটোয়া শহরের কলেজপাড়ার বাসিন্দা আইনজীবী সুচন্দন সেনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে পুলিশ । সিসিটিভি ফুটেজের সূত্রে বাইক চোরের হদিশ পেলেও কাটোয়া থানার পুলিশ তার নাম পরিচয় জানতে সক্ষম হয়নি । শেষে কাটোয়া থানা থেকে চোরের ছবি পাঠানো হয় আশপাশের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার থানাগুলিতে । শেষ পর্যন্ত বীরভূমের নানুর থানার পুলিশ ইমদাদুল্লা শেখকে চিহ্নিত করে তার তথ্য কাটোয়া থানাকে জানায় । চোরের হদিশ পেতেই কাটোয়া থানার পুলিশের একটা দল চেন্নাইয়ে হানা দিয়ে ইমদাদুল্লা শেখকে গ্রেফতার করে ।।