এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৭ জুন : ইমিটেশন সামগ্রীর দোকানের আড়ালে বেআইনিভাবে মদের ব্যাবসা চালানোর অভিযোগে এক ব্যাবসায়ী ও তাঁর এক কর্মচারীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । পাশাপাশি লকডাউনের বিধি ভেঙে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে ইমিটেশনের দোকানের পাশে সরকারি লাইসেন্সপ্রাপ্ত একটি মদের দোকানের মালিককেও গ্রেফতার করে পুলিশ । উদ্ধার হয়েছে বেশ কিছু দেশী ও বিদেশী মদের বোতল । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম দীপক মজুমদার, দীপক মিস্ত্রি ও সুব্রত ওরফে বাবন মুখোপাধ্যায়। কেতুগ্রামের গঙ্গাটিকুরি ও উর্দ্ধারণপুর এলাকায় তাঁদের বাড়ি । বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার ধৃতদের কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক তিনজনকে ৩ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
জানা গেছে,কেতুগ্রামের উর্দ্ধারণপুর এলাকায় ইমিটেশনের গহনার সঙ্গে খেলনার দোকান করছেন দীপক মজুমদার । দোকানটি এখনও উদ্বোধন হয়নি । বর্তমানে মালপত্র সাজানোর কাজ চলছে । ওই দোকানের কর্মী দীপক মিস্ত্রি । দীপকবাবুর দোকানের পাশেই রয়েছে বাবন মুখোপাধ্যায়ের সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সুত্র থেকে খবর পেয়ে বুধবার রাতে ওই ইমিটেশনের দোকানে হানা দেয় কেতুগ্রাম থানার পুলিশবাহিনী । দলের নেতৃত্ব দেন এসআই কৌশিক সরকার । তাঁরা দোকানে তল্লাশি চালাতেই দেখেন আলমারিতে থরে থরে সাজানো রয়েছে দেশী ও বিদেশী মদের বোতল । এমনকি দোকানের ফ্রিজের ভিতর থেকে বেশ কিছু বিয়ারের বোতল উদ্ধার করে পুলিশ । এরপর পুলিশ দোকানদার ও দোকানের কর্মীকে গ্রেফতার করে ।
পুলিশ সুত্রে খবর, ধৃত দীপক মজুমদার জেরায় জানায় পাশে থাকা সরকারি মদের দোকানের মালিক সুব্রত মুখোপাধ্যায় তাঁকে দিয়ে চড়া দামে মদ বিক্রি করাতো । আংশিক লকডাউনের কারনে নিয়ম অনুযায়ী সন্ধ্যা ছ’টার মধ্যে মদের দোকান বন্ধ রাখার কথা । মদের দোকান বন্ধ হতেই তাঁর দোকান থেকে মদ বিক্রি করা হত বলে পুলিশের জেরায় জানান দীপকবাবু । এরপর পুলিশ বিধি ভেঙে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে মদের দোকানের মালিক সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করে । বিষয়টি আবগারি দপ্তরকে জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।।