এইদিন ওয়েবডেস্ক,ছত্তিশগড়,২৩ মে : বৃহস্পতিবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় ৭ নকশালকে এনকাউন্টারে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী । নকশালদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছত্তিশগড়ের নারায়ণপুর ও বিজাপুর জেলার সীমান্তে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে এই এনকাউন্টার হয়েছে কর্মকর্তাদের মতে, মৃত নকশালদের সংখ্যা বাড়তে পারে ।
জানা গেছে, নারায়ণপুর-বিজাপুর জেলার সীমান্ত এলাকায় নকশাল প্লাটুনের ১৬ নম্বর একটি যৌথ দল এবং নারায়ণপুরের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, বস্তার ফাইটার এবং স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি যৌথ দলকে টহল দেওয়ার জন্য পাঠানো হয়েছিল ইন্দ্রাবতী এরিয়া কমিটির নির্দেশে দান্তেওয়াড়া ও বস্তার জেলায়। সকাল ১১টা নাগাদ নকশালরা জওয়ানদের ওপর গুলি চালাতে শুরু করে। এরপর নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে এনকাউন্টার চলছে। নকশাল নিহতের সংখ্যা বাড়তে পারে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে সাত নকশালবাদীর মৃতদেহ ও অস্ত্র উদ্ধার করেছে। এই এনকাউন্টারে অনেক নকশাল আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে নকশালদের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
আজকের এই এনকাউন্টার মিলে চলতি বছর ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে পৃথক সংঘর্ষে এযাবৎ ১১২ জন নকশাল নিহত হয়েছে। এর আগে, গত ১০ মে বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে এনকাউন্টারে ১২ জন নকশালবাদী নিহত হয়েছিল। এছাড়াও, নারায়ণপুর এবং কাঙ্কের জেলার সীমান্তে ৩০ এপ্রিল নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তিন মহিলা সহ ১০ জন নকশাল নিহত হয়। এছাড়া ১৬ এপ্রিল কাঙ্কের জেলায় একটি এনকাউন্টারে নিরাপত্তা বাহিনী ২৯ জন নকশালকে হত্যা করে ।।