এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,২৩ মে : হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গুজরাটের আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান৷ তাকে মাল্টি স্পেশালিটি কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিজের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ম্যাচ দেখতে মঙ্গলবার আহমেদাবাদে ছিলেন শাহরুখ খান । আর তখনই তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হলে তিনি আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হন । আহমেদাবাদ (গ্রামীণ) পুলিশ সুপার ওম প্রকাশ জাট বলেছেন,’হাসপাতালের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।’
মঙ্গলবার আহমেদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার এটি বেড়ে ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস-এ পৌঁছায় ।
মঙ্গলবার এখানে কোয়ালিফায়ার ১-এ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আট উইকেটের দুর্দান্ত জয় নিয়ে চতুর্থবারের মতো আইপিএল ফাইনালে প্রবেশ করেছে কেকেআর। কেকেআর-এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওগুলিতে দেখা যাচ্ছে শাহরুখ খান তার দলের সাথে জয় উদযাপন করছেন। তার সঙ্গে রয়েছেন তার সন্তান সুহানা খান ও আব্রাম খান। শাহরুখ স্টেডিয়ামে ভক্ত ও খেলোয়াড়দের স্বাগত জানান ।রবিবার চেন্নাইয়ে ফাইনাল খেলবে কেকেআর।।