এইদিন ওয়েবডেস্ক,মেদিনীপুর,২১ মে : মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর রোড শো চলাকালীন বোতল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জানা গেছে,মিঠুন চক্রবর্তীর রোড শো কালেক্টরেট মোড় থেকে কেরানিটোলার পর্যন্ত যাওয়ার কথা ছিল। এই পথেই শেখপুরা রোডের কাছে পোস্টার ব্যানার হাতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল সমর্থকরা । বিজেপির মিছিল সেখানে পৌঁছোতেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় । তারই মাঝে বিজেপির মিছিল লক্ষ্য করে বোতল ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । বন্ধ হয়ে যায় মিঠুন চক্রবর্তীর রোড শো । শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
তৃণমূলের হামলা প্রসঙ্গে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের প্রতিক্রিয়া,’মেদিনীপুর সহ গোটা বাংলা জুড়ে যেখানেই পিসি ভাইপো যাচ্ছেন সেখানেই দেখা যাচ্ছে ফাঁকা ময়দান। তাই বিরক্ত হয়ে শেষমেশ বিজেপির মিছিলে আক্রমণ করতে হচ্ছে! ইট,বোতল ছুড়ে আক্রমণ চালাচ্ছে তারা। বিজেপির মিছিলে বিপুল জনসমাগম দেখে এতটাই অধৈর্য্য হয়ে পড়েছে তৃণমূল! অপেক্ষা করুন ৪তারিখে এর উত্তর পেয়ে যাবেন।’।

