এইদিন ওয়েবডেস্ক,তমলুক,২১ মে : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ‘অপমানজক’ মন্তব্য করায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ২৪ ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন । আজ মঙ্গলবার বিকেল ৫ টা থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে । পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আদর্শ আচরণবিধির অধীনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তার প্রকাশ্য বক্তব্য পেশের সময় সতর্ক থাকার জন্যও বলা হয়েছে ।
প্রসঙ্গত,গত ১৫ মে নিচের নির্বাচনী ক্ষেত্রের এক জায়গায় প্রচারের সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন,’আমাদের প্রার্থী রেখা পাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় । মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন । সেই জন্য রেখা পাত্রকে ২,০০০ হাজার টাকায় কেনা যায় ! একজন মহিলা আরেক জন মহিলা সম্পর্কে এই প্রকার মন্তব্য করেন কি করে ?আমার মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে মমতা ব্যানার্জি মহিলা তো ? মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও ? তোমার হাতে তো ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও,১০ লাখ টাকা গুঁজে দিলে রেশন বিদেশে হাওয়া করে দাও । তোমার দাম ১০ লাখ টাকা কেন?’
বিজেপি প্রার্থীর এই মন্তব্যের পরেই তৃণমূলের তরফে অভিযোগ জানানো হলে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেয় । তিনি চলতি লোকসভা নির্বাচনে চতুর্থ রাজনীতিবিদ যাকে মহিলাদের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যের জন্য নোটিশ দেওয়া হল । এর আগে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করায় দিলীপ ঘোষকে নোটিশ দেওয়া হয়েছিল ।।

