এইদিন ওয়েবডেস্ক,মহীশূর(কর্ণাটক),২১ মে : কর্ণাটক রাজ্যের মহীশূরে স্বামীর হাতে নির্মমভাবে খুন হলেন কন্নড় অভিনেত্রী । ঘটনাটি ঘটেছে মহীশূর জেলার বান্নুরের তুরগানুরে । নিহত অভিনেত্রীর নাম বিদ্যা । অভিনয়ের পাশাপাশি তিনি কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এদিকে স্ত্রীকে হত্যার পর চম্পট দিয়েছে স্বামী মহীশূরের শ্রীরামপুরের বাসিন্দা অভিযুক্ত নন্দীশ । খবর পেয়ে মহীশূরের এসপি সীমা লটকার,এএসপি নন্দিনী ঘটনাস্থল পরিদর্শন করেন । এসপি জানিয়েছেন, ঘাতক স্বামী নন্দীশের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।
জানা গেছে,কিছু কন্নড় ছবিতেও অভিনয় করেছেন বিদ্যা। এ নিয়ে স্বামীর সঙ্গে তার প্রায়ই ঝামেলা হত । সোমবার গভীর রাতে বান্নুর তুরগানুরে স্বামীর বাড়িতে যান বিদ্যা । দম্পতির মধ্যে তুমুল বাকবিতন্ডা শুরু হয় । তারই মাঝে ভারি কিছু দিয়ে বিদ্যার মাথায় সজোরে আঘাত করে নন্দীশ । বিদ্যা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে নন্দীশ পালিয়ে যায় । খবর পেয়ে পুলিশ গিয়ে অভিনেত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । দম্পতির দুটি মেয়ে রয়েছে বলে জানা গেছে ।।

