এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২১ মে : একদিনে ১৮০ টিরও বেশি আফগান শরণার্থী পরিবারকে জোরপূর্বক এবং বিতাড়িত করল পাকিস্তান ও ইরান । তালিবানের প্রশাসনের অধীন বাখতার এজেন্সি জানিয়েছে যে সোমবার,এই দুই দেশ থেকে ১৮৭শরণার্থী পরিবারকে বিতাড়িত করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, বিতাড়িত পরিবারগুলি কান্দাহার, নানগারহার, নিমরোজ এবং হেরাত প্রদেশ থেকে দেশে প্রবেশ করেছে।
তালিবান প্রশাসনের অধীনে থাকা এই সংবাদ সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ১৮টি পরিবার তোরখাম দিয়ে এবং ২১টি পরিবার স্পিন বোল্ডাক হয়ে দেশে প্রবেশ করেছে। একই সময়ে, নিমরোজের সিল্ক ব্রিজের মাধ্যমে ৮০ টি পরিবার আফগানিস্তানে এবং ৬৮ টি পরিবার দেহরাত ইসলাম কালার মধ্য দিয়ে আফগানিস্তানে ফিরেছে। এই সময়ে পাকিস্তান আফগান শরণার্থীদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার দ্বিতীয় ধাপ শুরু করেছে এবং ইরানও শরণার্থীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে ।।

