প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ জুন : ফের পুলিশি অভিযানে ধারা পড়লো অবৈধ ভাবে বালি বোঝাই ৫ টি লরি । পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ মঙ্গলবার রাতে নুদিপুর মোড়ে নাকা চেকিং চালানোর সময়ে লরি গুলি ধরা পড়ে।লরিগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি পুলিশ লরির চালকদেরও গ্রেপ্তার করেছে । পুলিশ জানিয়েছে ,ধৃতদের নাম বাদল খান, কালীপদ মাঝি, আনমত শেখ, রাহিবুল শেখ ও গোপাল দাস। ধৃতদের মধ্যে গোপালের বাড়ি দক্ষিণ ২৪ পরগণা জেলার নামখানা থানার দারিতনগরে । অপর ধৃত রহিবুল নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার বাসিন্দা । বাকি ধৃতরা জেলার আউশগ্রাম থানার কল্যাণপুর, চন্দনপুর ও সুন্দরপুরে বাসিন্দা ।
পুলিশ দাবি করেছে ,বর্ধমানের দিক থেকে বালি বোঝাই লরিগুলি কলকাতার দিকে যাচ্ছিল। নুদিপুর মোড়ে নাকা চেকিংয়ের সময় লরিগুলিকে আটকানো হয়। চালকরা বালি বহন সংক্রান্ত বৈধ কোনও নথি দেখাতে না পারায় লরিগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি চালকদের গ্রেপ্তার করা হয় । অবৈধভাবে খাদান থেকে বালি তুলে তা পাচার করা হচ্ছিল বলে পুলিশের অনুমান। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের জামিন নামাঞ্জুর করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।।