এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২০ মে : দিন দুয়েক আগে আরামবাগে নির্বাচনী জনসভায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে বিজেপির হয়ে ‘ডাইরেক্ট পলিটিক্সে’ করার অভিযোগ তুলেছিলেন । মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে যায় । ওই বক্তব্যের পরে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন কার্তিক মহারাজ। তার জের কাটতে না কাটতেই কার্তিক মহারাজকে রেজিনগরে “দাঙ্গার হোতা” বলে অভিযুক্ত করলেন মুখ্যমন্ত্রী ।
আজ সোমবার বাঁকুড়ার ওন্দার জনসভায় কার্তিক মহারাজকে ফের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেছেন,’আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তারা নাম কার্তিক মহারাজ, ইনি আমাদের এজেন্ট বসতে দেননি । ভোটের দু’দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, সেই জন্যই আমি বলেছিলাম । আগে অন্য দল করতেন এখন বিজেপি করেন । নির্বাচনের দুদিন আগে মুর্শিদাবাদের রেজিনগরে যে জায়গায় দাঙ্গা করেছিল সেখানে ওনার আশ্রম । উনি আশ্রম চালান আমার কোন আপত্তি নেই, কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, তখন জানানো হয় যে কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানের কিছু মানুষকে উসকেছে, যারা ছানা তৈরি করে বিক্রি করে , খবর আমিও রাখি । উনি এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান,আমি বলছি আপনি করুন । কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন । আমি যেটা বলি বিনা প্রমাণে বলি না ।’
উল্লেখ্য, মমতা ব্যানার্জিকে পাঠানো কার্তিক মহারাজের আইনি নোটিশটি নিজেত এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । নোটিশে মুখ্যমন্ত্রীর অভিযোগকে “মিথ্যা”, “যাচাই না করে” এবং “ভিত্তিহীন” বলে দাবি করা হয়েছে । মুখ্যমন্ত্রীর “বিপথে চালিত করা” এমন “দুষিত” বক্তব্যের কারনে ভক্তদের কাছে কার্তিক মহারাজের সম্মানহানী হয়েছে বলে অভিযোগ করেছেন আইনজীবী অনিশ কুমার মুখার্জি । চার দিনের মধ্যে মমতা ব্যানার্জির কাছে এর জবাব যাওয়া হয়েছে ।
প্রসঙ্গত,গত ১৮ মে আরামবাগের গোঘাটে নির্বাচনী জনসভায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন,’এই যে বহরমপুরে একজন মহারাজ আছে, কার্তিক মহারাজ, আমি অনেকদিন ধরেই শুনছি, ভারত সেবাশ্রম সম্পর্কে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার্ঘের তালিকায় তারা অনেকদিন ধরেই আছে । যে লোকটা বলে আমি তৃণমূলের এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না, তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন ।’ রবিবার পুরুলিয়ায় জনসভাতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।।

