এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,১৯ মে : জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের অভ্যন্তরীণ এলাকায় অ্যাকশন মুভি “সিংহাম এগেইন” এর শুটিং শুরু চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টি । ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করলেন অজয় দেবগন এবং জ্যাকি শ্রফ । “সিংহাম এগেইন” হল অজয় দেবগনের নেতৃত্বাধীন “সিংহাম” সিরিজের তৃতীয় ছবি, যেটি ২০১১ সালের “সিংহাম” দিয়ে শুরু হয়েছিল । “সিংহাম রিটার্নস” ছবিটির দ্বিতীয় সংস্করণ । বর্তমানে “সিংহাম” সিরিজের তৃতীয় সংস্করণের শুটিং চলছে শ্রীনগরে।
সিনেমার চূড়ান্ত পর্বের শুটিং করতে সম্প্রতি দল নিয়ে উপত্যকায় এসেছিলেন রোহিত শেট্টি । ছবিটির শুটিং কঠোর নিরাপত্তার মধ্যে শহরের ‘শেহের খাস’ বা ডাউনটাউন এলাকায় হয়েছে । অজয় দেবগন এবং তার সহ-অভিনেতা জ্যাকি শ্রফকে সিনেমার শুটিং করতে দেখা গেছে।
কলাকুশলীরা সিনেমাটির জন্য উপত্যকার বিভিন্ন লোকেশন ঘুরে দেখেছেন। শুক্রবার শ্রীনগরে রাজভবনে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করেছিলেন শেঠি।
“সিংহাম এগেইন” হল শেট্টির সিনেমাটিক কপ ইউনিভার্সের পঞ্চম অংশ, এতে অক্ষয় কুমার অভিনীত রণবীর সিংয়ের “সিম্বা” (২০১৮) “সূর্যবংশী” (২০২১) এর কাহিনীর সংমিশ্রণ রয়েছে । অজয় দেবগন ও জ্যাকি শ্রফ ছাড়াও ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর খান, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, শ্বেতা তিওয়ারি, অর্জুন কাপুর প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। “সিংহম এগেইন” চলতি বছরের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।।

