এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৭ মে : আফগানিস্তানের বামিয়ানের অজ্ঞাত বন্দুকধারীরা এই প্রদেশে বিদেশি পর্যটকদের ওপর হামলা চালিয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে মধ্য বামিয়ানের সিটি মার্কেটে এই ঘটনা ঘটে। এই হামলার ফলে অন্তত চার বিদেশি নাগরিক ও তাদের চার আফগান সঙ্গী নিহত হয়েছে।
অন্যদিকে আফগানিস্তানের পাকতিয়ার দান্দপাটন জেলার খারলাচি সীমান্ত এলাকায় তালিবান ও পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘর্ষের ধারাবাহিকতায় এ জেলায় বহু বেসামরিক লোক নিহত হয়েছে । আজ শুক্রবার দন্ডপাটন জেলার কিছু অংশে পাকিস্তানি সেনার গুলিতে পাঁচ বেসামরিক লোক নিহত এবং ১৩ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছে।
সূত্রের খবর,দন্ডপাতান জেলার কাঙ্গিনেহ, খারকি এবং আন্দার গ্রামে জনগণের বাড়িগুলি পাকিস্তানি সৈন্যদের ভারী আক্রমণে লক্ষ্যবস্তু ও ধ্বংস করা হয়েছে। এদিকে আজকের সংঘর্ষে তিন তালিবান যোদ্ধা আহত হয়েছে বলে বলে জানা গেছে । পাশাপাশি এই এলাকায় তীব্র সংঘর্ষের ফলে কয়েক ডজন পরিবার তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, গত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী খোস্ত প্রদেশের ময়দানের জাজি জেলার কিছু অংশে ব্যাপক হামলা চালায়, তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির কোনো বিবরণ জানা যায়নি । এদিকে, চার দিন ধরে পাকতিয়া প্রদেশের সীমান্ত এলাকায় তালিবান ও পাকিস্তানি সামরিক বাহিনী একে অপরের সাথে লড়াই করছে। তালিবান কর্মকর্তারা এবং পাকিস্তানি সামরিক বাহিনী এখনো এসব সংঘর্ষের বিষয়ে কোনো মন্তব্য করেনি।।