এইদিন ওয়েবডেস্ক,১৭ মে : বৃহস্পতিবার রাতে ড্রোনের সাহায্যে ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে লেবাননের সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ । ওই সন্ত্রাসবাদী সংগঠনের দাবি, তারা ইজরায়েলের লোয়ার গ্যালিলি সেনা এবং বিমানঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি কাতুসা রকেট ছুড়েছে । আজ শুক্রবার সকালে ইসরায়েলি মিডিয়া এই খবর জানিয়েছে। হিজবুল্লাহর মতে, হামলার সময়, ইউএভি (মানবহীন এরিয়াল ভেহিকল) মেটুল্লার কাছে একটি আইডিএফ ঘাঁটির দিকে উড়ে যায় এবং আইডিএফ সৈন্যদের নিশানা করে । আইডিএফ সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর একটি হামলায়, একজন সৈন্য গুরুতরভাবে আহত হয়েছে এবং অন্য দুইজন হালকা আহত ।
সন্ত্রাসী গোষ্ঠীর হামলার জবাবে উত্তর-পূর্ব লেবাননে হিজবুল্লার একটি অস্ত্র উৎপাদন কারখানা এবং বেক্কা উপত্যকার জনবসতি অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী । তবে হিজবুল্লার হতাহতের কোনো খবর পাওয়া যায়নি । প্রসঙ্গত,গাজায় ইসরায়েল বাহিনী সামরিক অভিযানের পর থেকেই ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সঙ্গ দিয়েছে হিজবুল্লাহর মত ইরান ও কুয়েতের মদতপুষ্ট মধ্যপ্রাচ্যের ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলি । তারা আশপাশের দেশগুলি থেকে ইসরায়েলের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে । পালটা হামলা চালাচ্ছে ইসরায়েলও ।।

