আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ জুন : ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রামের উদয়াচল ক্লাব । বুধবার ক্লাব ভবনের মধ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় । শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । উল্লেখ্য,এরুয়ার গ্রামের বাসিন্দা মানগোবিন্দবাবু এই ক্লাবের জন্মলগ্ন থেকে সদস্য রয়েছেন । এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ক্লাবের মৃত সদস্যদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিধায়ক । প্রবীণ এই রাজিনীতিবিদের চোখে জল দেখে অনেক ক্লাব সদস্যের চোখও অশ্রুসিক্ত হয়ে ওঠে ।
এদিন ছিল এরুয়ার উদয়াচল ক্লাবের ৫৮ তম প্রতিষ্ঠা দিবস । বিশেষ দিনটিকে রক্তদান শিবিরের আয়োজন করার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ । প্রায় ৫০ জন ক্লাব সদস্য এদিন রক্তদান করেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে । শিবির শেষে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাডব্যাঙ্কের তরফ থেকে রক্ত সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় । প্রত্যেক রক্তদাতার হাতে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন পুরষ্কারের সঙ্গে একটি করে গাছের চারা তুলে দেন বিধায়ক ।
ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, ‘ক্লাবের জন্মলগ্ন থেকেই আমি সক্রিয়ভাবে যুক্ত রয়েছি । ক্লাবের পক্ষ থেকে বহু জায়গায় ফুটবল,ক্রিকেট ম্যাচ খেলে এসেছি । কত স্মৃতি জড়িয়ে আছে ক্লাবের সঙ্গে । অনেক পুরনো সদস্য আজ আর ইহলোকে নেই ৷ তাই এই বিশেষ দিনটিতে তাঁদের কথা স্মরণ করে মন ভারাক্রান্ত হয়ে উঠছে ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন,পুরনো ঐতিহ্য মেনে আজও ক্লাবে সারা বছর ধরে বিভিন্ন খেলাধুলা ও খেলাধুলার প্রশিক্ষনের আয়োজন করা হয় ।।