এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৬ মে : মর্মান্তিক ঘটনার স্বাক্ষী থাকল মালদাবাসী । আজ বৃহস্পতিবার দুপুরে ঝড়বৃষ্টির সময় জেলাজুড়ে বজ্রপাতে মৃত্যু হল মোট ১১ জনের । আহত হয়েছে ২ জন । তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাগুলি ঘটেছে পুরাতন মালদা, গাজোল ও মানিকচক ও ইংরেজ বাজারে । তার মধ্যে পুরাতন মালদার সাহাপুরে ঝড়বৃষ্টির সময় আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে চন্দন সাহানি (৪০), মনোজিৎ মণ্ডল(২১) নামে দুই যুবক এবং রাজা মৃধা(১৬) নামে এক কিশোরের । গাজোলে আদিনাতে বজ্রপাতে মৃত্যু হয়েছে একাদশ শ্রেণীর ছাত্র অসিত সাহার (১৯) । অসিতও বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে গিয়েছিলেন । কিন্তু বজ্রপাতে প্রাণ কেড়ে নিল তার।
পাশাপাশি মানিকচকে বজ্রপাতে মৃত্যু হয়েছে সাবারুল ও শেখ রানা নামে বছর ১১-এর দুই কিশোর এবং অতুল মণ্ডল(৬৫) নামে এক বৃদ্ধের । দুর্যোগের সময় মানিকচকে মাঠে ধান কাটার কাজ করতে গিয়ে সুমিত্রা মণ্ডল(৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে ।হরিশ্চন্দ্রপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছে নয়ন রায়(২৩) ও প্রিয়াঙ্কা সিনহা রায় (২০) নামে এক দম্পতির । এছাড়া ঝড়বৃষ্টি চলাকালীন মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে ইংরেজ বাজারের পঙ্কজ মণ্ডল (২৩) নামে এক যুবকের । মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন মৃতদের পরিবার পিছু দুর্ঘোগ তহবিল থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়া হবে । পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।।

