এইদিন ওয়েবডেস্ক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর),১৬ মে : দেশজুড়ে এ যাবৎ ৩৮০ টি লোকসভা আসনের ভোট হয়েছে । তার মধ্যে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে ১৮ টি আসনে । শুভেন্দু অধিকারী ভবিষ্যৎবাণী করেছেন যে ওই সমস্ত আসনগুলির মধ্যে পশ্চিমবঙ্গে ১৫ টা মিলে মোট ৩৭০ টা আসন পেয়ে গেছে বিজেপি । এখন লোক খুব ৪০০ আসন । বুধবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রামে ‘বিজয় সংকল্প সভা’ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ওই সভাতেই এই ভবিষ্যৎবাণী করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, ‘এখনো পর্যন্ত দেশ জুড়ে ৩৮০ টি আসনে ভোট হয়েছে । আমি হলফ করে বলতে পারি যে ইতিমধ্যে নরেন্দ্র মোদীজি ৩৭০ টি আসন পেয়ে গেছেন । আমাদের কাজ শুধু নরেন্দ্র মোদী জিতে ৪০০ আসন দেওয়া ।’ পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের প্রসঙ্গে বলেছেন, ‘পশ্চিমবঙ্গের যে ১৮ টা সিটে ভোট হয়েছে তার মধ্যে ১৫টা বিজেপি পেয়ে । আমাদের নেটটা অমিত সাহজে বলেছেন ৩০ টা আসন চাই তাহলে ২৬-এ নয় ২৪ -এই এরাজ্যে ভোট হয়ে যাবে ।’
শুভেন্দু অধিকারী জানান যে আগামী ২০ মে নন্দীগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী । পাশাপাশি তিনি দলীয় নেতা কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ‘২২ তারিখে কয়লা ভাইপো আসছে । ওইদিন সমস্ত গরু বেঁধে রাখতে হবে গোয়ালে । জামা কাপড় বাইরে শুকাতে দেওয়া যাবে না । মহিলারা সোনার গয়না পরে বাড়ি থেকে বের হবেন না । ওইদিন লাল চুল কানে দুল আসবে । একটু সাবধানে থাকবেন, চোর আসছে । কয়লা চোর,বাল, চোর,পাথর চোর ।’ পুলিশকে নিশানা করে তিনি বলেছেন,পুলিশের বাপ-মা মরা দায় ওইদিন । দেখবেন পুলিশ কেমন করবে, পা চাটবে । গতবারে দেখছিলেন না, অমরনাথ জলের বোতল নিয়ে ঘুরছে ।’ তিনি স্থানীয় থানার ইনভেস্টিগেশন অফিসারদের(আই ও) হুঁশিয়ারি দেন, ‘রিটায়ারমেন্ট বেনিফিট যদি আমি না আটকাতে পারি তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয় । মিথ্যা মামলা করার জন্য আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন না । খুব সাবধান ।’
শুভেন্দু অধিকারী শুনিয়ে দেন,’আমি ২৩ তারিখে অঞ্চল পরিকল্পনা করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ওটা চেঞ্জ করে দিয়েছি । তার জায়গায় ওইদিন ৩০,০০০ লোক নন্দীগ্রাম স্টেট ব্যাংকের মাঠে জড়ো হবেন ৷ কয়লা ভাইপো যা যা বলে যাবে তার সুদে আসলে উত্তর ওই দিন আমি দিয়ে দেব, শেষ প্রচারে৷’
শুভেন্দু অধিকারীর কথায়, তমলুক লোকসভা কেন্দ্রে একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা । একদিকে অভিজিৎ গাঙ্গুলী, অন্যদিকে ভাটাংশু । দুজনার ম্যাচ করে? আপনি নয় বিজেপির সাপোর্টার কিন্তু আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করে দেখবেন তো, দেখবেন তিনিও অভিজিৎ গাঙ্গুলীর দিকে আঙুল দেখিয়ে দেবেন৷ বলবে একে পাঠাতে হবে । তমলুক কোন এলিতেলিকে পাঠাবে না।’ মমতা ব্যানার্জিকে নিশানা করে শুভেন্দু বলেন,’এই মুখ্যমন্ত্রী এতটাই নির্লজ্জ, দু’কান কাটা যে হারার পরেও মুখ্যমন্ত্রী হয় । তাই এই মহিলাকে আমায় প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে আপনাদের সাহায্য নিয়ে ।’
দলীয় কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু আহ্বান জানান, নন্দীগ্রাম দু’নম্বর ব্লকে কুড়ি হাজার লিড আমাকে দিতে হবে ।তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, প্রতিটি বুথকে সুরক্ষিত করুন । আত্ম সন্তুষ্টিতে ভুগবেন না । যে পঞ্চায়েতে ভোট দেয় নি তাকেও কাছে টানার চেষ্টা করতে হবে ভোট বাড়ানোর জন্য । পঞ্চায়েতে ভোট দেয়নি বলে অভিজিৎ গাঙ্গুলকে ভোট দেবে না তা হতে পারে না । হয়তো তিনি অভিযোগ গাঙ্গুলীকে পছন্দ করেন । ভোট বাড়ানোর উদ্দেশ্যে এলাকার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে ভোটের দিন নিয়ে আসার জন্য আহ্বান জানান শুভেন্দু । তিনি বলেন, প্রয়োজন হলে দু-তিন বার করে তাদের বাড়ি যেতে হবে। কিন্তু চোর তৃণমূলকে হারাতে হবে । ওদের দম আমরা ঢিলা করে দিয়েছি ।।