এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৫ মে : গত বছরের সেপ্টেম্বরে বিয়ে করেছেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া । এখন স্বামী-স্ত্রী। তারা দু’জনের ধর্ম পরিচয় হিন্দু বলে জানেন দেশবাসী । পরিণীতি হরিয়ানার আম্বালায় একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন । রাঘব দিল্লির এক হিন্দু পরিবারের সন্তান । কিন্তু এখন ওই দম্পতির ধর্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন গুজরাটের আহমেদাবাদের বিজেপি নেতা জীতেন্দ্র প্রতাপ সিং । তিনি রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়ার চুম্বনের ছবি এবং বাইবেলের উদ্ধৃতি পোস্ট করে দাবি করেছেন যে রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া হলেন ক্রিপ্টো খ্রিস্টান ।
জীতেন্দ্র প্রতাপ সিং নিজের দাবির সপক্ষে যুক্তি দিয়ে লিখেছেন,’ক্রিপ্টো খ্রিস্টান মানে নিজের পরিচয় গোপন করা এবং নিজের খ্রিস্টান ধর্মীয় এজেন্ডা চালিয়ে যাওয়া এবং খ্রিস্টান মিশনারিদের শক্তিশালী করা। খ্রিস্টধর্মে, একটি মেয়ে বিবাহ এবং বাগদানের সময় সাদা পোশাক পরে, হিন্দু ধর্মে, লাল রঙ উর্বরতা এবং সমৃদ্ধির প্রতীক। খ্রিস্টধর্মে সাদা রঙ উর্বরতার প্রতীক । খ্রিস্টান বাইবেল ১০:৮ অনুসারে, বাগদান এবং বিবাহ অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে বর এবং কনের একে অপরের ঠোঁটে চুম্বন করা প্রয়োজন, তবেই বিবাহ বা বাগদান সম্পূর্ণ বলে বিবেচিত হবে। রাঘব চাড্ডার মতো, ভারতের রাজনীতিতে হাজার হাজার ক্রিপ্টো খ্রিস্টান রয়েছে যেমন মনীশ তিওয়ারি, শোভা থমাস ওঝা ড্যানিয়েল রাজা জনি ডি রাজা, প্রাক্তন এনডিটিভি মালিক প্রণব জেমস রায়, কপিল সিবাল পি চিদাম্বরম অম্বিকা সোনি এরা সবাই ক্রিপ্টো খ্রিস্টান। পাকিস্তানেও প্রচুর সংখ্যক ক্রিপ্টো খ্রিস্টান রয়েছে, তাদের নামগুলি মুসলিম নামের মতো কিন্তু তারা সেখানেও তাদের ক্রিপ্টো খ্রিস্টান কার্যকলাপে জড়িত ।’
প্রসঙ্গত,রাঘব চাড্ডা ২০২৩ সালের ১৩ মে নয়াদিল্লির কাপুরথালা হাউসে অভিনেত্রী পরিণীতি চোপড়ার সাথে বাগদান করেন । তারা ওই বছর ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বিয়ে করেন ।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এছাড়া টেনিস তারকা সানিয়া মির্জা, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং, শিবসেনা নেতা আদিত্য ঠাকরে এবং মণীশ মালহোত্রাকেও বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল ।।