এইদিন ওয়েব ডেস্ক,মালদা,১৯ নভেম্বর : মালদার একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরনের জেরে মৃত্যু হল ৫ শ্রমিকের । গুরুতর আহত হয়েছেন আরও ৫ শ্রমিক । বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কালিয়াচকের সুজাপুর এলাকার একটি প্লাস্টিক কারখানায় । ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ ৷ এরপর পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । পাশাপাশি মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সুত্রে খবর ।
এদিকে বিস্ফোরেনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলার পুলিশ সুপার অলক রাজোরিয়া ও জেলাশাসক রাজর্ষি মিত্র । তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন । পুলিশ সুপার জানিয়েছে, প্লাস্টিক থেকে বিভিন্ন সামগ্রী তৈরি করার ক্র্যাসার মেশিনে বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে । এখনও পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে । বেশ কয়েকজন আহতও হয়েছেন । তবে ঠিক কি কারনে বিস্ফোরণের ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ নমুনা সংগ্রহ করেছে বাকি তদন্তের জন্য ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা আসবেন এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার ।
জানা গেছে,সুজাপুর বাস স্ট্যান্ড লাগোয়া রয়েছে ওই প্লাস্টিক কারখানাটি । কারখানার মালিক স্থানীয় ব্যবসায়ী অমলু শেখ ও আবু সায়েদ । স্থানীয় সুত্রে খবর, এদিন সকালে যখন কারখানায় উৎপাদনের কাজ জোর কদমে চলছিল সেই সময় প্রবল বিস্ফোরনের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা । তীব্রতা এতটাই ছিল যে আশপাশের কারখানাগুলিও গুলিও ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ চালিত ক্রাশার মেশিন বিস্ফোরণ হয়েই এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে ।
জানা গেছে, ঘটনার সময় পাঁচ শ্রমিক ক্র্যাশার মেশিনের কাছাকাছি কাজ করছিলেন। বিস্ফোরনের জেরে তাঁদের দেহ কার্যত ছিন্নভিন্ন হয়ে যায় । কিছুটা পাশেই কাজ করছিলেন আরও কয়েকজন শ্রমিক । তাঁরা সকলেই জখম হন । তবে তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে । শ্রমিকদের পাশাপাশি বিস্ফোরনের জেরে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারাও আহত হয়েছেন বলে দাবি এলাবাসীর । কি করে আচমকা এতবড় মাপের বিস্ফোরন ঘটে গেল তা ভাবাচ্ছে পুলিশকে । ঘটনাটি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য আছে তা খতিয়ে দেখছেন জেলা পুলিশের কর্তারা ।
এদিকে ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও সুজাপুর বিধানসভা কংগ্রেস বিধায়ক ইশা খান চৌধুরী । তাঁরা জানিয়েছেন, ঘটনায় সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে । পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের যাতে সরকারি সাহায্য পায় তার ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন তাঁরা ।