এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ মে : রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা ওড়িশি নৃত্যশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগের তদন্ত প্রতিবেদন নবান্নে জমা করল লালবাজার থানার পুলিশ । নবান্নের নির্দেশেই পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে ওই প্রতিবেদন জমা করেছে বলে জানা গেছে । রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগের মাঝে প্রায় এক বছর আগের যৌন হেনস্তা মামলা সামনে আসায় রাজ্যপালের অস্বস্তি আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।
সংবাদপত্রের প্রতিবেদনে জানা গেছে,এক ওড়িশি নৃত্যশিল্পী ২০২৩ সালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে নবান্নের দ্বারস্থ হয়েছিলেন। তার অভিযোগ যে ওই বছরের জুন মাসে একটা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার নামে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। তাকে দিল্লির একটি একটি পাঁচতারা হোটেলে রাখা হয় এবং ওই হোটেলেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ । তার অভিযোগের ভিত্তিতে নবান্নের তরফে লালবাজার থানাকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয় । আজ মঙ্গলবার সেই তদন্তের প্রতিবেদন মঙ্গলবার নবান্নে জমা করা হয়েছে বলে জানা গেছে। এদিকে চলতি মাসে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা রাজভবনের এক মহিলা কর্মীর শ্লীলতাহানির তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে । রাজভবনের ৬ কর্মীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ । যদিও রাজভবনের কর্মীরা এখনো পুলিশের জেরার মুখোমুখি হননি । এরই মাঝে ওড়িশি নৃত্যশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ ঘিরে নতুন করে জলঘোলা হওয়ায় রাজভবনের তরফে কি প্রতিক্রিয়া সামনে আসে সেটাই দেখার বিষয় ।।