এইদিন ওয়েবডেস্ক,বোলপুর,১৩ মে : বীরভূমের এক সময়ের দাপুটে নেতা অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি । কিন্তু তারপরেও বীরভূম আছে বীরভূমেতেই । আজ সোমবার রাজ্যের যে আটটি লোকসভা আসনে ভোট হচ্ছে তার মধ্যে অন্যতম হলো বোলপুর ও বীরভূম । আর এই দুই কেন্দ্রের একাধিক বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এদিন সকাল ৭ টায় ভোট গ্রহণ শুরু হতে না হতেই বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর বিধানসভা এলাকায় পেঙ্গা প্রাইমারি স্কুলের বুথে তৃণমূলের সশস্ত্র লোকজন ভোটারদের মারধর করে দেদার ছাপ্পা ভোট দিয়েছে বলে অভিযোগ । এমনকি বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয় । সিউড়ি এলাকায় বিজেপির অস্থায়ী শিবির ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।
কার্যত একই ছবি দেখা গিয়েছে বীরভূমের খয়রাশোল এলাতেও । খয়রাশোল ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটা বুথে কোথাও বিজেপির এজেন্ট বসতে না দেওয়া, কোথাও ভোটের এজেন্টের সই না মেলায় বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে । কিছু জায়গায় আবার প্রিসাইডিং অফিসারদের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল ।
পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নানুর বিধানসভা এলাকার সাওতা গ্রামে,সিউড়ি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের হাটজান বাজার এলাকায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি । নলহাটির শীতলগ্রামে বিজেপির পতাকা খুলে পুকুরে ফেলে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় । বীরভূমের ইলামবাজারের তৃণমূলের কাউন্সিলর বাবু দাস সংবাদ মাধ্যমের সামনেই কাউকে ফোন করে তাড়াতাড়ি ভোট শেষ করার এবং বিরোধীদের পিটিয়ে বুথ থেকে বার করে দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ ।
বিজেপি নেতা সজল কান্তি সরকার অভিযোগ তুলেছেন যে বীরভূমের ইলমবাজার ২৫ নম্বর বুথে দেদার ভোট লুট করেছে তৃণমূল । ছবিসহ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে তিনি লিখেছেন, ‘চতুর্থ দফার ভোটে বীরভূমের ইলমবাজার ২৫ নং বুথের চিত্র । শাসকদল তৃণমূলের নেতা ওহেব আলি এবং নিজামুদ্দিন এর নেতৃত্বে দ্বারা ভোট লুঠ। ওয়েব কাষ্টিংয়ের মাধ্যমে দেখলো নির্বাচন কমিশন।
ভোটারদের ধরে ধরে বুথের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি,ভোটারদের সঙ্গে ইভিএমের সামনে পৌঁছে যাচ্ছেন কেউ কেউ। আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, কোন বোতাম টিপতে হবে, কোথায় ভোট দিতে হবে। অভিযোগ, প্রিসাইডিং অফিসারের সামনেই এ সব চলতে থাকে।’
এদিকে বীরভূম লোকসভা কেন্দ্রের মুরারইয়ের ২০৩ নম্বর বুথে ডিউটি করার সময় মহিন্দর সিং নামে এক এএসআই এর মৃত্যু হয়েছে বলে জানা গেছে । আচমকা তিনি জ্ঞান হারিয়ে উলটে পড়ে গেলে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি পিকার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় । কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।।