এইদিন ওয়েবডেস্ক,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৩ মে : আজ সোমবার সকাল থেকে এরাজ্যের ৮ টি লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে । সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হলেও বেলা বাড়তেই বিভিন্ন জায়গায় শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোট ও সন্ত্রাস করার অভিযোগ উঠেছে । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বরের টুল্লা গ্রামের উঞ্জা এফপি স্কুলের ১০৪ নম্বর বুথের বিজেপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে ছুটে গেলে তৃণমূলের লোকজন তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । প্রার্থীর নিরাপত্তারক্ষীর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দিলীপ ঘোষকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় । এমনকি দিলীপের গাড়ির সামনে শুয়ে পড়তে দেখা যায় এক তৃণমূলকর্মীকে। পরিস্থিতি শান্ত করতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় । লাঠির আঘাতে ইনসান শেখ নামে এক তৃণমূল কর্মীর মাথা ফেটে গেলে নিমেষের মধ্যে এলাকা কার্যত রণক্ষেত্রের আকার নেয়।
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন,’মন্তেশ্বরের ১০৪ নম্বর বুথের উঞ্জা এফপি স্কুলে তৃণমূলের গুন্ডারা আমাদের বুথ এজেন্টকে বাইরে থেকে ভয় দেখায়, হুমকি দেয় এবং বুথে বসতে বাধা দেওয়া হয়। ওখানে গিয়ে আমরা পুলিশের সঙ্গে কথা বলে বুথ এজেন্টকে বসাই। মূলত সংখ্যালঘু এলাকা এটি । সাধারণ ভোটার যারা তাঁরা এতদিন শুধুই সন্ত্রাস দেখে এসেছেন। বুথে কখনও তৃণমূল ছাড়া অন্য কোনোও দলের এজেন্টকে দেখেননি। তাঁরা প্রথমবার দেখলেন বিজেপির শক্তি। তাঁরাও উজ্জীবিত হলেন, বুঝলেন সময় বদলাচ্ছে। তৃণমূলের সময় শেষ হচ্ছে ।’।