এইদিন স্পোর্টস নিউজ,১৩ মে : রবিবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ২০২৪ এর ৬২ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬২ তম ম্যাচে ৪৭ রানে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । এই জয়ের সাথে সাথেই আরসিবির প্লে অফের স্বপ্ন টিকে রইল । টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। ওপেনার, ফ্যাপ ডু প্লেসিস ৬, বিরাট কোহলি ২৭ রান করেন । উইল জ্যাকস ৪১, রজত পতিদার ৫২, ক্যামেরন গ্রিন অপরাজিত ৩২ রান করে দলের স্কোর ১৬০ এ নিয়ে যান । মহিপাল ১৩ ও করণ শর্মা করেন ৬ রান। তবে শূন্য রানে আউট হয়ে হতাশা সৃষ্টি করেন দিনেশ কার্তিক ।
আরসিবি প্রদত্ত ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দিল্লি ক্যাপিটালস ১৯.১ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে যশ দয়াল ৩টি উইকেট নেন, মোহাম্মদ সিরাজ, স্বপ্নিল সিং, ক্যামেরন গ্রিন ১টি করে এবং লুকিস ফার্গুসন নেন ২টি উইকেট। আরসিবির হয়ে অপরাজিত ৩২ রান ও এক উইকেট নেওয়া ক্যামেরন ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। এই জয়ের পর আরসিবির প্লে-অফের স্বপ্ন এখনও বেঁচে আছে।।