এইদিন ওয়েবডেস্ক,হুগলী,১৫ জুন : এবারেও মাহেশে রথের রশিতে টান পরবে না । করোনা পরিস্থিতির কারনে এই নিয়ে পর পর দু’বার ছেদ পড়ল ৬২৫ বছরের প্রাচীন মাহেশের ঐতিহাসিক রথযাত্রায় । এবছর আগামী ১২ জুলাই রথযাত্রা হবে । পুরীতে ভক্ত ছাড়া রথযাত্রা হলেও মাহেশের রথযাত্রাই হচ্ছে না । মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী জানান,করোনা কালে যাতে বিপুল জনসমাগম না হয় সেই কথা মাথায় রেখেই মন্দিরের ট্রাস্টি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে । যদিও মঙ্গলবার পর্যন্ত স্থানীয় প্রশাসনের তরফ থেকে এনিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি ।
ভারতের দ্বিতীয় প্রাচীনতম ও বাংলার প্রাচীনতম রথযাত্রা হল হুগলী জেলার শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা । মাহেশের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা ও রথযাত্রার পিছনে একটি কিংবদন্তি রয়েছে । কথিত আছে, চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সন্ন্যাসীর বাসনা হয়েছিল পুরীর জগন্নাথদেবকে নিজ হাতে ভোগ রেঁধে খাওয়াবেন । কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডাদের বাধায় তাঁর সেই মনকামনা পূর্ণ হয়নি । তারপর
জগন্নাথদেবের স্বপ্নাদেশ পেয়ে মাহেশে আসেন । তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি নিমকাঠ ভেসে এলে তিনি সেই কাঠ দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন । তখন থেকেই শুরু হয় রথযাত্রা ৷ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস “রাধারানী”র প্রেক্ষাপট ছিল এই মাহেশের রথযাত্রা ।
বর্তমানে যে রথটি রয়েছে সেটি প্রায় ১২৯ বছরের পুরনো । সে যুগে ২০ হাজার টাকা ব্যয়ে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু রথটি তৈরি করিয়ে দিয়েছিলেন । ৫০ ফুট উঁচু রথটিতে রয়েছে মোট ১২টি লোহার চাকা এবং দু’টি তামার ঘোড়া । প্রতি বছরভ রথযাত্রার দিন বিকেলে স্নানপিড়ি ময়দানের সামনে থেকে জিটি রোড ধরে ১ কিলোমিটার পথ অতিক্রম করে মাসিরবাড়ির মন্দিরে রথ পৌছায় । লক্ষ লক্ষ দর্শনার্থী উপস্থিত থাকায় প্রায় ২ ঘণ্টা সময় লাগে মাসিরবাড়ি যেতে । আবার ৮ দিন পর পূণঃযাত্রা বা উল্টোরথের দিন ঐ পথেই রথ স্নানপিড়ি ময়দানে ফিরে আসে । কিন্তু প্রাচীন এই প্রথায় ছেদ পড়তে চলেছে ।
মন্দিরের ট্রাস্টি বোর্ড সুত্রে খবর,রথের দিন মন্দির চত্ত্বরেই অস্থায়ী মাসির বাড়ি তৈরী করা হবে । জগন্নাথের প্রতিরুপে শিলাখন্ড যাবে মাসীর বাড়িতে । এছাড়াও আগামী ২৪ তারিখে জগন্নাথের স্নানযাত্রা হবার কথা । কিন্তু গতবারের মত এবারেও আর মন্দির সংলগ্ন স্নান পিঁড়ির মাঠে জগন্নাথের স্নানযাত্রা হচ্ছে না । এবারে মন্দিরের ভেতরেই স্নানযাত্রা হবে। এছাড়া এ বছর সে মেলা বসবে না বলে জানা গেছে । পরপর দু’বছর মাহেশের রথযাত্রা স্থগিত হয়ে যাওয়ায় হতাশ পূণ্যার্থীরা । তবে করোনা সংক্রমন রোধ করতে ট্রাস্টির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ।।