এইদিন ওয়েবডেস্ক,হুগলি,১২ মে : ‘মা-মাটি-মানুষের কথা বলা পার্টি আজ ভোট ব্যাঙ্কের জন্য নিজের ঐতিহ্যের অপমান করছে’ – রাম মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করায় এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই ভাষাতেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আজ রবিবার ব্যারাকপুরে নির্বাচনী জনসভার পর হুগলির চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী । রামমন্দির নির্মানের বিরোধিতা ইস্যুতে তিনি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন৷
প্রধানমন্ত্রী বলেন,’এই মাটি রামকৃষ্ণ পরমহংস এবং লাহিড়ী মহাশয়-এর কাছ থেকে প্রেরণা পেয়েছে । কিন্তু তোষামোদের জিদের কারণে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মতো দলগুলি আপনাদের ভাবনার পরোয়া করে না । এরা কেমন পার্টি আপনারা কল্পনা করতে পারেন? এই সমস্ত দল ভোটের জন্য এতটাই ক্ষুধার্ত যে, ক্ষমতার এত লোভ,আর ভোট ব্যাংকের এতটাই চাপে আছে যে এরা রাম মন্দির নির্মাণ হওয়াতে খুব রেগে আছে ।’
এরপর “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বলতে শুরু করেন,’রাম মন্দির নির্মাণের পর থেকে এদের রাতের ঘুম উড়ে গেছে । নিত্যদিন এরা উল্টোপাল্টা বলে যাচ্ছে । এরা রাম মন্দিরেরও বহিষ্কার করেছে । আরে,৫০০ বছর ধরে রাম মন্দিরের জন্য আমাদের কত পূর্বপুরুষ সংঘর্ষ করেছিলেন তাদের আত্মা আপনাদের এ সমস্ত কর্মকাণ্ড দেখছেন ।’ তৃণমূল ও কংগ্রেসকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘কমসে কম নিজেদের পূর্বপুরুষদের অপমান অন্তত করবেন না । নিজের দেশের প্রাচীন ঐতিহ্যকে বহিস্কার, ভগবান রামের বহিষ্কার, এটা কখনোই বাংলার সংস্কৃতি হতে পারে না। আমার বাংলা এরকম কখনোই হতে পারে না । মা-মাটি আর মানুষের কথা বলা পার্টি আজ ভোট ব্যাংকের জন্য বাংলার অপমান করছে আর নিজের ঐতিহ্যের অপমান করছে ।’।