আমিরুল ইসলাম,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৫ জুন : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই আতঙ্কে গ্রাম ছাড়া হয়ে গিয়েছিল বেশ কিছু বিজেপি কর্মী । তাঁদের মধ্যে কয়েকজন বিধায়কের আশ্বাসে গ্রামে ফেরেন । আর গ্রামে ফিরতেই তাঁরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে । মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বনপাড়া গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের মধ্যে শুরু হয়ে গেছে চাপানউতোর ৷ শাসকদলের দাবি,তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা দলবদল করেছেন । যদিও বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাঁদের দলীয় কর্মীদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করতে বাধ্য করা হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, বিধানসভা ভোটের ফল ঘোষণার পরেই মঙ্গলকোটের বনপাড়া গ্রামের প্রায় ২০ জন বিজেপি কর্মী আতঙ্কে ঘরছাড়া হয়ে যায় । এযাবৎ তাঁরা গোপন ঠিকানায় আশ্রয়ে ছিলেন । সম্প্রতি মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী ঘর ছাড়াদের ঘরে ফেরাতে উদ্যোগী হন ।শেষে এদিন ওই ২০ জন বিজেপি কর্মী গ্রামে ফেরেন । তাঁদের স্বাগত জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
মঙ্গলকোট ব্লকে তৃণমূলের সাধারণ সম্পাদক রেজাউল হক বলেন, ‘বিধায়ক অপূর্ব চৌধুরীর নির্দেশে আজ আমরা এই সমস্ত বিজেপি কর্মীদের ঘরে ফিরলাম । প্রায় কুড়িটি পরিবার বাইরে ছিল ।তৃণমূল কংগ্রেস সবসময়ই শান্তি আদর্শে বিশ্বাসী ৷ তাই এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ তাঁরা সকলে সপরিবারে তৃণমূলে যোগদান করলেন । আমরা তাঁদের স্বাগত জানালাম ।’
অন্যদিকে মঙ্গলকোট বিধানসভার বিজেপি প্রার্থী রানাপ্রতাপ গোস্বামী বলেন, ‘তৃণমূল যদি এতই শান্তিপ্রিয় দল হবে তাহলে ওই সমস্ত বিজেপি কর্মীরা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিলেন কেন ? কে তাঁদের ঘরছাড়া করেছিল ? আসলে আমাদের কর্মীদের ঘরে ঢোকানোর নামে ভয় দেখিয়ে জোর করে তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া হচ্ছে । তাই আত্মরক্ষার্থে তাঁরা তৃনমূলে যোগ দিতে বাধ্য হচ্ছেন ।’।