ইচ্ছে ছিল বড় হয়ে
দেশের সেবা করব
ইচ্ছে ছিল দেশের জন্য
জীবন দিয়ে লড়ব ।।
ইচ্ছে ছিল দশের জন্য
কর্ম করেই মরব
ইচ্ছে ছিল সবার প্রিয়
আমার স্বদেশ গড়ব।।
মনের মাঝে গুপ্ত আশা
সুপ্ত সবুজ দিনগুলি
শিশু থেকে কিশোর হলাম খেলে গলির ড্যাংগুলি।।
দেশমাতার সবুজ কোলে
মুখে স্নেহের হাসি
অন্তরে শ্রদ্ধা করি
এই দেশকে ভালবাসি।
যতই বিপদ সামনে আসুক
রক্ষা করবো মাকে
মুখোশ খুলে ছলনা ভুলে
আসি জন্মভূমির ডাকে।
সৎ সাহস সেবা আজ
ভুলে যাই সব
মিথ্যার প্রলোভনে ভুলে সত্যের সম্পদ ।।
ইচ্ছে ছিল দেশমাতৃকার
সুস্থ সমাজ গড়ে
নতুন আলোয় উদ্ভাসিত
হিংসাকে দূর করে ।।
বয়স এখন অনেক বেশী
আর কিছুদিন বাকি
ইচ্ছে ছিল স্বদেশ গঠন
সমাজ সেবা শিখি ।।
দেশের কথা, দশের জন্য ভাবছি এখন কই ?
যাঁরা ছিলেন দেশপ্রেমিক
পড়ি সেই ইতিহাস বই ।।
খুঁজে বেড়াই সবার প্রিয়
আমার সোনারবাংলা বই ।
“ইচ্ছে ছিল” হারিয়ে গেল
ছেলেবেলার আশা
ধূলোর ঝড়ে উড়ে গেল
মনের ভালোবাসা ।।