এইদিন ওয়েবডেস্ক,পাণ্ডুয়া(হুগলি),০৬ মে : হুগলি জেলার পান্ডুয়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক কিশোর । গুরুতর আহত আরও ২ । আজ সোমবার ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার তিন্না নেতাজি কলোনি এলাকায় । নিহত কিশোরের নাম রাজ।তার বাড়ি পূর্ব বর্ধমানে। স্কুলে গরমের ছুটি পড়ায় সে মায়ের সঙ্গে পাণ্ডুয়ায় মামার বাড়ি এসেছিল । কিন্তু আজ সকালে দুই বন্ধুর সঙ্গে পাড়াতেই ক্রিকেট খেলছিল সে। সেই সময় বল ভেবে একটা বোমা হাতে তুলে নিতেই ফেটে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । বিস্ফোরণে হাত উড়ে যায় রূপম বল্লব নামে এক কিশোরের । ঘটনার পর হাসপাতালে আহতদের স্বাস্থ্যর খবর নিয়ে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে লিখেছেন,’হুগলীর পাণ্ডুয়াতে বোমা বিস্ফোরণে মৃত এক, গুরুতর জখম ২ জন ছোট্ট বাচ্ছা ! চুঁচুড়া সদর হাসপাতালে আহত বাচ্ছা এবং পরিবারের সাথে দেখা করলাম। ভগবানের নিকট প্রার্থনা করি যাতে আহত বাচ্ছাগুলি নিজ মায়ের কোলে ফিরতে পারে।’
এই ঘটনায় আহত কিশোর রূপম বল্লবের মা রীতাকে গ্রেফতার করেছে পুলিশ । জানা গেছে,পান্ডুয়ার নেতাজী পল্লীর বাসিন্দা দেবা সরকার নামে এক যুবকের সঙ্গে সম্প্রতি পরকীয়া সম্পকে জড়িয়ে পড়েন ওই মহিলা । দেবা বিহারে হাতুড়ে চিকিৎসকের কাজ করেন । এদিকে পরকীয়া সম্পর্কের জন্য রূপমের বাবা শুকদেব বল্লভের সঙ্গে তার মায়ের বিচ্ছেদ হয়ে যায় । রূপম তার বাবা সুখদেবের সঙ্গেই থাকে ।
রূপমের বাবা এবং ঠাকুমার অভিযোগ, রীতার নতুন সম্পর্কের পথে কাঁটা হয়ে দাঁড়ানোয় নিজের সন্তানকেই খুন করতে চেয়েছিল সে । এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করে । এদিকে সিআইডি বোম্ব স্কোয়াড এসে ঘটনাস্থল থেকে আরও দু’টি বোমা উদ্ধার করেছে বলে জানা গেছে । বোমাগুলি কোথা থেকে এবং কি উদ্দেশ্যে আনা হয়েছিল তদন্ত করে দেখছে পুলিশ ।।