এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ জুন : কোভিড ভ্যাকসিন নেওয়ার পর “আয়রন ম্যান” হয়ে যাওয়ার রহস্যের পর্দাফাঁস করলেন কাটোয়ার পুর এলাকার কলেজ পাড়ার বাসিন্দারা । জনৈক সমীর দাস নামে স্থানীয় এক ব্যক্তি দাবি করেন কোভিড ভ্যাকসিন নেওয়ার পর তার শরীরের চৌম্বকীয় শক্তির সৃষ্টি হয়েছে । এই কথা জানাজানি হতেই ঘটনা চাক্ষুষ করতে প্রতিবেশীরা তাঁর বাড়িতে ছুটে যান । সমীরবাবুর শরীরে কিছু ধাতব বস্তু আটকানো রয়েছে দেখে কয়েকজন কৌতুহলী মানুষ তাঁর শরীরে ট্যালকম পাউডার লাগিয়ে দেন । আর তার পরেই গায়েব হয়ে যায় ওই ব্যক্তির শরীরের যাবতীয় চৌম্বক শক্তি । কোভিড ভ্যাকসিন নেওয়ার পর ‘আয়রন ম্যান’ হয়ে যাওয়া রহস্যের এইভাবেই পর্দাফাঁস করলেন কাটোয়া শহরের কলেজ পাড়ার বাসিন্দারা ।
কাটোয়া শহরের কলেজ পাড়ার বাসিন্দা সমীর দাস নামে ওই ব্যক্তি জুন মাসের ১ তারিখে কোভিড ভ্যাকসিন নেন বলে জানা গেছে । সমীরবাবু জানিয়েছেন, কোভিড ভ্যাকসিন নেওয়ার পর ‘আয়রন ম্যান’ হয়ে যাওয়ার খবর শুনে তিনি নিজেকে পরখ করতে গিয়ে দেখেন তাঁর শরীরও বিভিন্ন ধাতব বস্তু আকর্ষন করছে । তারপর বিষয়টি তিনি বাড়ির লোকজনদের জানান ।
জানা গেছে,এই খবর জানাজানি হতেই এদিন প্রতিবেশীরা সমীর দাসের বাড়িতে ছুটে যান । তাঁরা গিয়ে দেখেন সমীরবাবুর পিঠে হাতা,কাঁটা চামচ, স্টেপলার,কয়েকটি কয়েন এমনকি একটি মোবাইল পর্যন্ত আটকে রয়েছে । এরপর আগত প্রতিবেশীদের মধ্যে কয়েকজন কৌতুহল বশত সমীরবাবুর পিঠে কিছুটা গায়ে মাখার পাউডার বুলিয়ে দেন । আর তারপরেই গায়েব হয়ে যায় ওই ব্যক্তির শরীরের আকর্ষন ক্ষমতা ।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য জয়ন্ত সরকার বলেন, ‘বর্ষাকালে বাতাসের আর্দ্রতার কারনে শরীরে চিটচিটে ভাব থাকে । এই কারনেই শরীরে পাতলা ধাতব বস্তুর তলদেশ আটকে যায় । এর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই।’