এইদিন ওয়েবডেস্ক,ইকুয়েডর,০৬ মে : ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজের অবস্থান জানিয়ে দেওয়ায় মর্মান্তিক পরিনতির মুখে পড়তে হল ইকুয়েডরের বিউটি কুইন (Ecuadorian Beauty Queen) তথা সোশ্যাল মিডিয়া প্রভাবশালী ল্যান্ডি প্যারাগা গয়বুরো (Landy Párraga Goyburo)কে । তিনি ছবি পোস্টের অব্যবহিত পরেই অজানা আততায়ীদের গুলিতে মৃত্যু হল তার । ঘটনাটি ঘটে যখন তিনি কুইভেদা শহরের একটি রেস্তোরাঁয় সামুদ্রিক খাবার খাচ্ছিলেন। তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুয়েভেডো শহরে গিয়েছিলেন । বলা হচ্ছে যে ২৩ বছর বয়সী ল্যান্ডি প্যারাগা গয়বুরোর মাদক মাফিয়া লিয়েন্দ্রো নরেরোর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন । বছর খানেক আগে কারাগারে দুই মাফিয়া গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয় মাদক মাফিয়ার । পুলিশের সন্দেহ, বিউটি কুইনকে হত্যা করেছে মৃত মাফিয়ার বিধবা স্ত্রী ।
ল্যান্ডি প্যারাগা গয়বুরোকে হত্যার একটি ভিডিওও সামনে এসেছে। ফুটেজে গোয়াবুরোকে রেস্তোরাঁয় এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। তখন দুজন বন্দুকধারীকে কিছুটা দুরেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় । যাদের একজন গেটে দাঁড়িয়ে ছিল এবং অন্যজন গয়বুরোর কাছে ছুটে এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই গোয়াবুরোর মৃত্যু হয় ।
২০২২ সালে মিস ইকুয়েডর প্রতিযোগিতায় লা রিও প্রদেশের প্রতিনিধিত্ব করেন ল্যান্ডি প্যারাগা গয়বুরো । সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি । ঘটনার আগে রেস্তোরাঁয় খাওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ল্যান্ডি । মনে করা হচ্ছে যে ওই ছবি দেখেই তার অবস্থান জানতে পারে আততায়ী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।