এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ মে : দলীয় পতাকা টাঙাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক বিজেপি নেতা । ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ভাতার থানার বালসিডাঙ্গা গ্রামে । আক্রান্ত বিজেপি নেতার নাম সৌমেন কার্ফা । বালসিডাঙ্গার পার্শ্ববর্তী বেলেন্ডা গ্রামের বাসিন্দা সৌমেন ভাতার ব্লক বিজেপির যুবমোর্চার কনভেনর পদে রয়েছেন । বর্তমানে তিনি বর্ধমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা গুরুতর বলে জানা গেছে । এই ঘটনায় ভাতার ব্লক বিজেপির আর এক কনভেনার গৌরব রায় এনিয়ে আজ রবিবার বালসিডাঙ্গা গ্রামের বাসিন্দা ফিরোজ মন্ডল,সাদ্দাম মন্ডল,আলো মোল্লা ও মহসিন মন্ডল নামে ৪ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা, ছিনতাই,লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন । এদিকে শনিবার সন্ধ্যায় হামলার কয়েক ঘন্টার মধ্যেই হামলাকারীরা বিজেপি নেতা সৌমেন কার্ফার বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে ।
ভাতার থানায় দায়ের করা অভিযোগে গৌরব রায় জানিয়েছেন,শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ তারা বেলেণ্ডার পাশের গ্রাম বালসিডাঙ্গায় দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। তিনি,সৌমেন কার্ফা ছাড়াও বালসিডাঙ্গা গ্রামের কয়েকজন বিজেপি কর্মী তাদের সাথে ছিল। সেই সময় ওই গ্রামের বাসিন্দা মফিজুল শেখ ও নিয়মত মন্ডল নামে দুই দুষ্কৃতকারীর নেতৃত্বে একজন মহিলাসহ ৮-১০ জনের দল তাদের উপর হামলা চালায় । অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি তাদের ব্যাপক মারধর শুরু করে তারা । হামলাকারীদের হাত ফস্কে তিনি সেখান থেকে কোনো রকমে পালিয়ে ভাতার থানায় এসে পুলিশকে ঘটনার কথা জানান । খবর পেয়ে পুলিশ গিয়ে সৌমেন কার্ফাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ভাতার হাসপাতালে ভর্তি করে । সেখান থেকে তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু হামলাকারীরা তার কাছ থেকে নগদ ১,৫০০ টা ছিনিয়ে নেয় এবং পুলিশ যাওয়ার আগেই সৌমেনের সোনার আংটি, নগদ ২৫,০০০ টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনতাই করে নেয় বলে অভিযোগ তার ।
অভিযোগকারী আরো জানান যে কিছুদিন আগে মফিজুল শেখ আমারুন এলাকায় এক নাবালিকার শ্লীলতাহানি করে । নাবালিকা ও তার পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি এবং সৌমেন কার্ফা । তাদের আন্দোলনের জেরেই পুলিশ অভিযুক্ত মফিজুলকে গ্রেফতার করতে বাধ্য হয় । ওই অপরাধের জন্য ২৫ মাস জেল খাটে মফিজুল । সেই আক্রোশেই তাদের শনিবার সন্ধ্যায় প্রাণে মারার চেষ্টা হয় বলে অভিযোগ তার । অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ । যদি আজ দুপুর পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তারির খবর নেই ।।