এইদিন ওয়েবডেস্ক,বিজয়পুরা(কর্ণাটক),০৪ মে : ভিন ধর্ম সম্প্রদায়ে বিয়ে করার অপরাধে ৯ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে হত্যার মামলায় দুই অপরাধীকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কর্ণাটকের বিজয়পুর জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত । মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল মুদ্দেবিহালা তালুকের ইব্রাহিমসাব মুহাম্মাদসাব আত্তারা ও আকবর মুহম্মদসাব আত্তারা । নিহত মহিলা বানু বেগম আত্তারার মা রমজানবী আত্তারা, আত্মীয় দাওয়ালাবি বন্দেনওয়াজ জমাদার, আজমা জিলানী দাখনি, জিলানি আবদুল খাদের দাখনি এবং দালাবি সুবহান ধনুরির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে । পাশাপাশি ৪.১৯ লাখ টাকা জরিমানাও করা হয়েছে । শুক্রবার এই সাজা ঘোষণা হয় ।
গুন্দাকানা গ্রামের বাসিন্দা বানু বেগম আত্তারা এবং একই এলাকার দলিত যুবক সায়াবান্না কননুর প্রেমে পড়ে এবং ২০১৭ সালে তারা বিয়ে করেন । এতে বানু বেগম পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে । হামলার আশঙ্কায় বিয়ের পর বানু বেগম ও সায়াবান্না অন্য শহরে থাকতে শুরু করেন । কিন্তু বানু বেগম ৯ মাসের অন্তঃসত্ত্বা থাকায় সন্তান প্রসবের জন্য স্বামীর বাড়িতে আসেন । আর এর অপেক্ষাতেই ছিল বানু বেগমের পরিবার । বানু বেগমের বাবা-মা বানুবেগম ও তার স্বামী সাহেবানকে হত্যা করতে প্রস্তুতি নিয়ে ফেলে ।
বানুর পরিবার প্রথমে তাদের নির্মমভাবে মারধর করে । সেই নির্মম মারধর সহ্য করতে না পেরে বানু অজ্ঞান হয়ে যায়। সেই অবস্থায় তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় । ঘটনার সময় আততায়ীদের হাত থেকে সায়াবান্না রক্ষা পান। বানুবেগমের বাবা-মা, বোন,দুই ভাই ও তার আত্মীয়-স্বজন এই হত্যাকাণ্ড ঘটায় । তালিকোট থানা পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে শুক্রবার ঘাতকদের সাজা ঘোষণা হয় ।।