প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ মে : ‘তৃণমূলের তোলাবাজি চলতে দেব না।সব লুঠ ও দুর্নীতির বিচার হবে । এটা মোদির গ্যারান্টি’। লোকসভা ভোটের প্রচারে শুক্রবার বর্ধমান এসে এমনই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু এই হুঁশারি দেওয়াই নয়, কংগ্রেস- সিপিএম এবং তৃণমূলকেও তিনি এদিন কার্যত তুলোধোনা করেন। বাদ যায়নি সন্দেশখালি কান্ড থেকে শুরু করে বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ড । এইসব ঘটনাকে একসাথে তুলেধরে মোদি এদিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কার্যত তুলোধন করেন।
নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেস তৃণমূল এবং সিপিএম বলছে,“মোদি কো গুলি মার দো। কিন্তু আমি ডরনে বালো নই। নামদার লোকেরা জেনে রাখুন, কামদার লোক কখনো ভয় পায় না। ভয় পাওয়া আমার ’ডিকশনারিতে“ নেই।’ মোদি বলেন, বিকাশের ’ভিশন’ই’ নেই বাম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের। বাম, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস কোন রাজ্যের কি হাল করতে পারে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। পাশের রাজ্য ত্রিপুরায় বামেরা ৩৫ বছর রাজত্ব করে রাজ্যটার দফারফা করে দিয়েছিল (তাবাও করকে রাখ দিয়া)। বামেরা ত্রিপুরা থেকে যাওয়ার পরেই ত্রিপুরায় বিকাশের সূর্য উঠতে শুরু করে। গত পাঁচ বছরে বিজেপি ত্রিপুরার ’জিন্দেগি’ বদলে দিয়েছে। এটা আপনাদের সামনেও জ্বলন্ত উদাহরণ।
সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গ সামনে এনে নরেন্দ্র মোদী বলেন, সন্দেশখালি দলিত বোনেদের সাথে এত বড় অপরাধ হয়েছে যে পুরো দেশ আইনি →শাস্তির →দাবি করছে। অথচ টিএমসি দোষীদের বাঁচাচ্ছে। এই কারণেই বাঁচাচ্ছে যে ওই দোষীর নাম শাহজাহান শেখ।তৃণমূল তুষ্টিকরণে মেতে আছে বলেও মোদী এদিন দাবি করেন।এর উত্তর ভোটের মাধ্যমে দিতে হবে বলে মোদীর জনসভায় উপস্থিত মানুষজনকে জানান। একই সঙ্গে মোদি ইন্ডি জোটের প্রসঙ্গ সামনে এনে বলেন,“বাম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সিএএ খতম করার ঘোষণা করছে। আপনারা সাবধানে থাকবেন।“ কংগ্রেস এবার আগের লোকসভা ভোটের থেকেও কম শিট পাবে বলে মোদি এদিন জানিয়ে দেন।
বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে প্রতিটি জনসভা থেকেই সরক হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।। এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন,’দশ বছরের মোদি সরকার বাংলার ছয় কোটি বাসিন্দা কে বিনা পয়সায় রেশন দেয়। ৩৮ লাখ পাকা বাড়ি দিয়েছে। বাংলার আশি লাখ ঘরে নল বাহিত জল দিয়েছে। পাঁচ কোটি লোককে ধনজন যোজনা ভুক্ত করেছে। কিষান সম্মান নিধি যোজনায় বর্ধমানের কৃষকদের ৫০০ কোটি টাকা দিয়েছে। তার লাভ বর্ধমানের আলু চাষিরা পাচ্ছেন।’ তবে কেন্দ্রের সব যোজনায় তৃণমূলের তোলাবাজরা লুটপাট চালাচ্ছে বলে মোদি এদিন পাল্টা অভিযোগ করেন।
তৃণমূলের তোলাবাজদের জন্যই বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ড হয়েছে বলে মোদি অভিযোগ করেন। তিনি বলেন,তৃণমূলের তোলাবাজরা শিক্ষক নিয়োগে লাখো নওজোয়ানকে ধোকা দিয়েছে।এই নিয়োগ দুর্নীতির কোপে যারা পড়েছে তাদের মধ্যে নির্দোষ এবং যোগ্যরাও রয়েছে। কিছু পাপীদের জন্যই নির্দোষরা ফেঁসে গেছে বলে মোদি দাবি করেন।তাদের উদ্দেশ্যে মোদি বলেন,“আমি বাংলার বিজেপির রাজ্য সভাপতি কে বলেছি, আমরা যোগ্যদের আইনি সহায়তা দেব। ন্যায় দেওয়ার জন্যই আমরা যোগ্যদের পাশে থাকবো। দুর্নীতিতে যারা যুক্ত তারা শাস্তি পাবেই, এটা মোদির গ্যারান্টি।।