এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,০৩ মে : চীনের সাহায্য নিয়ে চাঁদে উপগ্রহ পাঠালো পাকিস্তান । চীনের হাইনান স্পেস লঞ্চ সাইট থেকে “iCube Qamar” নামে ওই উপগ্রহটি পাকিস্তানের সময় দুপুর ২:১৮ মিনিটে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম । স্যাটেলাইট মিশন যাত্রার সময় লঞ্চের পাশে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং “নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবর” স্লোগান দেয় পাকিস্তানি বিজ্ঞানীরা ।
প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশনের (এপিএসসিও) ৮ টি সদস্য দেশের মধ্যে পাকিস্তানই একমাত্র দেশ যেটিকে চীনের চাঁদ মিশন ‘চেং ৬’-এর সাথে মহাকাশে নিজস্ব ছোট স্যাটেলাইট পাঠানোর সুযোগ দেওয়া হয়েছিল ।পাকিস্তানি বিজ্ঞানী ডঃ খুররম খুরশিদ বলেন, ইন্সটিটিউট অব স্পেস টেকনোলজি পাকিস্তান (আইএসটি) এর আগেও ছোট স্যাটেলাইট নিয়ে কাজ করছে। আইএসটি ২০০৯ সালে কিউব স্যাটেলাইট (ছোট উপগ্রহ) নিয়ে কাজ শুরু করে । এর আগে ২০১৩ সালে, আইএসটি মহাকাশে একটি ছোট পৃথিবী প্রদক্ষিণকারী স্যাটেলাইট পাঠিয়েছিল, তাই এই পরীক্ষাগুলির ভিত্তি এবং একটি চিত্তাকর্ষক প্রস্তাব দেখে, এবার পাকিস্তানকে তার নিজস্ব ছোট উপগ্রহ মহাকাশে পাঠানোর সুযোগ দেওয়া হয়েছিল। খুররম খুরশীদ আরও বলেন, ‘আইকিউব কিউ’ দুই বছরের মধ্যে তৈরি করা হয়েছে। এই দুই বছরে বিভিন্ন পরীক্ষা পরিচালিত হয়েছিল, যা শুধুমাত্র স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (স্পারকো)ই নয়, সাংহাই ইউনিভার্সিটি দ্বারাও সমর্থিত।।