এইদিন ওয়েবডেস্ক,ঘাটাল,০২ মে : মুর্শিদাবাদের রেজিনগরের তৃণমূল নেতা স্থানীয় হিন্দুদের এলাকা থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়ের সমর্থনে পিংলাতে আর যদি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি । শুভেন্দু অধিকারী বলেন, ‘গতকাল মুর্শিদাবাদের রেজিনগরে জেলা পরিষদের সদস্য হক চৌধুরী কি বলেছে? বলছে ৩০ শতাংশ মাত্র এখানে হিন্দু থাকে । আমরা সত্য শতাংশ । চামড়া তুলে নেব, তোমাদের তাড়িয়ে দেবো । এটা কোন ভাষা?’ সবাই উপস্থিত মুসলিম জনতার উদ্দেশ্যে শুভেন্দুর প্রশ্ন, ‘মুসলিমরা এটাকে সমর্থন করেন ? আমরা ৭০-৩০-এর কথা বলি কখনো? যে আমরা সত্য শতাংশ আছি তোমাদের দেখে নেব? মোদীজি এগুলো বলে না । তৃণমূল বিভাজনের রাজনীতি করে ।’
তিনি আরো অভিযোগ করেছেন, ‘চাপড়ার রাজিব শেখ বলে আর এক তৃণমূল নেতা বলছে কোন মুসলমান যেন বিজেপির পোলিং এজেন্ট না হয় । পতাকা যেন না ধরে । কি সাহস এদের! কোথায় গেছে এদের সাহস! এদের এক নেতা, রানীনগরের অঞ্চল সভাপতি, কালকে ঘরে ঘরে প্রচারে গিয়ে বলেছে সাগরদিঘী উপনির্বাচনে কংগ্রেস জিতেছিল। লক্ষীর ভান্ডার বন্ধ করেছি । এখানেও বন্ধ করে দেব। লক্ষীর ভান্ডার কেন কেন্দ্র সরকারের কোন স্টিম বন্ধ করার ক্ষমতা কোন নেতার নাই । আপনার বাপের বাড়ি’ টাকা? সরকারের ট্যাক্সের টাকা। ভোটের দিন আপনাদের এগুলোর প্রতিবাদ করতে হবে।’
পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, ‘এ রাজ্যের কৃষকরা প্রধানমন্ত্রীর কৃষক যোজনা টাকা পেয়েছেন৷ আমরা কোথাও বলেছি যে ভোট না দিলে টাকা বন্ধ করে দেবো ? কোথাও বলেছি এটা বিজেপি স্কিম? এটা ভারত সরকারের স্কিম । তৃণমূল আপনাদের এই কথাগুলো বলে । ধমকায়।’
রাজ্যে গরু ও বালি পাচার নিয়ে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে কার্যত তুলোধুনো করেন শুভেন্দু অধিকার । তিনি বলেন, ‘এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে জলাঞ্জলি দিতে চান । অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন। এই এলাকার কোন নদীর আর বালি নেই। সব বালি লোপাট হয়ে গেছে । পুলিশ আর ভাইপো মিলে বালি তুলে নিয়েছে । আর ঝাড়খণ্ডের বর্ডার থেকে হাঁটিয়ে হাঁটিয়ে গরু নিয়ে যায় । হাজার হাজার গরুর ডায়মন্ডহারবার আর নুরপুর দিয়ে বাংলাদেশে পাচার করে। প্রত্যেক গরুতে ভাইপোর জন্য দু হাজার টাকা থাকে । আর পুলিশের জন্য ২০০০ টাকা থাকে । জাতীয় সড়কে সারা রাত ধরে গরু যায় । এই কারণে জাতীয় সড়ক বানিয়েছে ভারত সরকার ? গরু পাচার করছে, বালি পাচার করছে,আপনাদের শৌচালায় দেয়নি, আবাস যোজনার বাড়ি দেয়নি,এই চোরামূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সই করাচ্ছে। ফটো তোলাচ্ছে বলছে বাড়ি দেব । কবে দেবে? ভোটের পরে দেবে । এরা এলে দড়ি দিয়ে বাঁধুন । নরেন্দ্র মোদির ৪০ লক্ষ বাড়ি দিয়েছে। ওই বাড়ি কে খেয়েছে? তার তালিকা আগে দাও ।’।