আজিজুর রহমান,বর্ধমান,১৪ জুন : ভোট মিটতেই রাজ্য জুড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে । সেই পথে হেঁটেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন পূর্ব বর্ধমানের গলসি -১ ব্লকের লোয়াপুর ও কৃষ্ণরামপুরের প্রায় ১০০০ পরিবার । গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই ,জেলা তৃণমুল কংগ্রেসের সহ সভাপতি মহম্মদ জাকির হোসেন দলত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ।যদিও জেলা বিজেপি নেতৃত্ব দাবি করছেন,এই যোগদান স্বেচ্ছায় যোগদান নয়।চাপ সৃষ্টি করেই সর্বত্র বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে ।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে , রবিবার সন্ধ্যায়
গলসি-১ ব্লকে নব নির্বাচিত বিধায়ক নেপাল
ঘড়ুইকে সম্বর্ধনা দেওয়ার জন্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেই অনুষ্ঠানেই এলাকার বিভিন্ন বুথের বেশকিছু সভাপতি ও নেতা হাজির হন। হাজির হন বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ নিখিল মন্ডল ও তার দলবল।এরপরই গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই ও তৃণমূল নেতা জাকির হোসেনের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।
বিজেপি নেতা নিখিল মন্ডল ও তাপস বাগদি তৃণমূল কংগ্রেসে যেগদানের পর বলেন,তাঁরা এবারের বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছেন।অথচ দুর্দিনে কোনদিনই তাঁরা বিজেপির কোনও নেতাকে পাশে পেলেন না। তৃণমূল নেতা জাকির হোসেন দুর্দিনে তাঁদের ও দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। লকডাউনে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন।নিখিল মণ্ডল ,তাপস বাগদিরা বলেন ,এইসবের পরিপ্রেক্ষিতেই তাঁরা উপলব্ধি করেন তাঁদের মতো গরীব মানুষের বিজেপিতে যাওয়াটা ভুল হয়েছিল। সেই কারণেই তাঁরা এলাকার বিজেপি কর্মী সমর্থকারা স্বেচ্ছায় তৃণমূলে কংগ্রেসে যোগদান করেছেন ।
তৃণমূল নেতা জাকির হোসেন বলেন,“যারা
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান
করলেন তাদের বেশিরভাগ জনই আগে তৃণমূলের সমর্থক ছিলেন। লোকসভা ভোটের আগে তৃণমূলের কিছু কর্মীদের ভুলের জন্যে ক্ষোভে ওরা বিজেপিতে চলে যায়। ক্ষোভবিক্ষোভ মান অভিমান ভুলে বিজেপির ১৫১ জন নেতা কর্মী সহ ১ হাজার পরিবার ফের তৃণমূলে ফিরে এসেছে । দলে ওদের গ্রহন করে নেওয়া হয়েছে । এখন থেকে ওরা তৃণমূলের হয়েই কাজ করবে।’
জেলা বিজেপি নেতা সন্দীপ নন্দী যদিও জানিয়েছেন,বিষয়টিকে এত হালকা ভাবে তাঁরা নিচ্ছেন না । তাঁরা মনে করছেন চাপ সৃষ্টি করে সর্বত্র বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান কারানো হচ্ছে ।এক্ষেত্রেও সম্ভবত সেটাই করা হয়েছে বলে তাঁরা মনে করছেন ।।