এইদিন ওয়েবডেস্ক,ঘাটাল,০২ মে : আজ বৃহস্পতিবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে । গতবারের থেকে এবারে সাফল্যের হার বেশি হলেও লক্ষাদিক পরীক্ষার্থী ফেল করেছে । আর এ নিয়েই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়ের সমর্থনে আজ দুপুরে পিংলাতে ‘বিজয় সংকল্প’ সভায় যোগদান শুভেন্দু । মাধ্যমিক পরীক্ষার্থী ফেল করা নিয়ে তিনি প্রশ্ন তোলেন,’কেন মাধ্যমিকের দেড় লক্ষ্য ছেলেমেয়ে অকৃতকার্য হয়েছে?’ অবশ্যই এর কারনে ব্যাখ্যা করেছেন বিরোধী দল নেতা । এ বিষয় তিনি বলেছেন, ‘মমতা ব্যানার্জি ভাতা, ভিক্ষা আর ভর্তুকি দিয়ে রাজ্য চালান । মাধ্যমিককে চারলক্ষ, উচ্চ মাধ্যমিকের দু’লক্ষ ছাত্র-ছাত্রী কমেছে । ৮২০০ স্কুল বন্ধ হয়ে গেছে । কেন মাধ্যমিকের দেড় লক্ষ্য ছেলেমেয়ে অকৃতকার্য হয়েছে ? হবে না টা কেন ? পিসির চ্যালাদের মিডডে মিলের চাল চুরি করার জন্য ১২ মাসের মধ্যে ৮ মাস স্কুল বন্ধ করেই রাখে ।’
মিড ডে মিলের চালচুরি নিয়ে শুভেন্দু অভিযোগ, ‘স্কুল বন্ধ, কিন্তু মিডডে মিলের চাল তুলে নিচ্ছে। মিড ডে মিলের সবকিছু ঝেড়ে দিচ্ছে । আর যেখানে যা হবে পিসি হেলিকপ্টারে করে নামবে আর চেক বিতরণ করবে । মানুষকে বলবে আমি তোমাদের সাহায্য করলাম । রামপুরহাটের বকডুইতে যে মুসলমান মহিলাদের পুড়িয়ে মারা হয়েছিল মিডডে মিলের টাকা থেকে তাদের চেক দেওয়া হয়েছে । সুন্দরবনের হিঙ্গলগঞ্জে কম্বল বিতরণ করতে গিয়েছিল মুখ্যমন্ত্রী । সেখানো মিড ডে মিলের টাকা থেকে কম্বল বিতরণ হয়েছে। বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা হয়েছিল, বহু মানুষ হতাহত হয়েছিল। তাদের নেতাজি ইন্ডোরে ডেকে নিয়ে গিয়ে কুড়ি হাজার টাকা করে সাহায্য দিয়েছিল । সেটাও মিড ডে মিলের টাকা থেকে দিয়েছে । তার শিক্ষা হবে কোথায়?’
বেকারত্ব নিয়েও রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, ‘রাজ্যে কোন নিয়োগ নেই । শিক্ষক-শিক্ষিকার নিয়োগ নেই । পড়াশোনা লাটে উঠেছে । কেউ উচ্চ শিক্ষা নিতে চায় না । ইতিমধ্যেই বাংলা থেকে কমার্স উঠে গেছে । এবারে সাইন্সও উঠে যাবে । ইঞ্জিনিয়ারিং কলেজে কেউ ভর্তি হতে চায় না । কেন চায় না? তার কারণ চাকরি নেই । এই মুখ্যমন্ত্রী কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন । সিপিএম রেখে গিয়েছিল ১ কোটি বেকার । ইনি করেছেন দু কোটি বেকার ।’
ঘাটালের তৃণমূল প্রার্থী টলিউড অভিনেতা দেবকান্ত অধিকারী তথা দেবকেও আক্রমণ করেছেন শুভেন্দু । তিনি বলেছেন,’ওই ঢপবাজি ‘আই লাভ ইউ’ আর হবে না । অনেকদিন হয়ে গেছে, ১০ বছর হয়ে গেছে । তোমার ঢপ বাজি অনেকদিন হয়ে গেছে । রাস্তার পাশে কিছু লোক দাঁড়ায় সিনেমা করো বলে, ভোটে তোমাকে ফাঁকা করব । মেদিনীপুরের মানুষ আমার সাথে থাকে, ওই ঠোগী পিসির সাথে থাকে না,বারে বারে প্রমাণ হয়েছে ।’
তিনি আরও বলেন,’এখানকার সংসদের কত বয়স হয়েছে ? দশ বছর তো? পার্লামেন্টের সেশন বছরে ১০০ দিন হয়, দশ বছরে ১০০০ দিন । দশ দিন গেছে এই ব্যাটা? পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে দেড় মিনিটের একটা বক্তৃতা করে,যে আমার ঘাটাল মাস্টার প্ল্যান চাই । বিয়া রেকর্ড করে ছেড়ে দেয় । মিথ্যা কথা, দশ বছরে কোন কাজ করেনি, সাংসদ কোটার টাকার ৮ শতাংশ করে কমিশন খেয়েছে । আর শোলার আলো ছাড়া ইনি অন্য কোন আলো জ্বালাতে জানেন না । কারণ ওখান থেকে ভালো মাল পাওয়া যায় । এই সাংসদকে বছরে কবার দেখেছেন? ।খুব বেশি জল উঠলে উনি ঘাটালে আসেন,সিপাই নিয়ে । কেন আসেন? ছবি তুলতে আসেন । তু খিঁচ মেরি ফটো । যেমন মমতা ব্যানার্জি ২০২২ সালে এসেছিলেন । শুকনো ডাঙ্গায় দাঁড়িয়ে আছেন, জল নেমে গেছে । হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন জলে । কেন? পা ভেজাবো, ছবি উঠবে । আর ছবিটা দেখিয়ে বলবো আমি মা-মাটিমানুষের প্রতিনিধি ।’এরপর মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রার্থী দেবকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘এই মুখ্যমন্ত্রী আপনাদের প্রচুর ঠকাচ্ছে । ঝাড় যেমন বাস তেমন । সরল ঝাড়ে সরল বাঁস । কাটা ঝাড়ে কাটা বাঁস । মুখ্যমন্ত্রী যেমন মিথ্যাবাদী এরাও তেমনি ।’
ফের দেবকান্ত অধিকারীর বিরুদ্ধে গরু পাচারের টাকা নেয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু । এই বিষয়ে তিনি অভিযোগ তোলে, ‘এনামুল নামে যে গরু পাচার করেছে তার ভাই পিন্টু, দুবাইয়ে লুকিয়ে আছে। তার অ্যাকাউন্ট থেকে পাঁচ কোটি টাকা মৌখিকভাবে নিয়েছেন, আর ৬৫ লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছিলেন,’আমিতো জানিনা কিসের টাকা’ । আমি তো এক বছর পরে ফেরত দিয়েছি । আমি আপনার ঘর থেকে চুরি করবো । আপনার হার আংটি চুরি করবো । আপনার গরু খুলে দিয়ে পালাবো । যখন বিপদে পড়বো বলবো তোমার দেড় ভরির হারটা ফেরত নাও । এটা হয় কোনদিন দেশে? আপনাদের ঘাটাল বিদ্যাসাগরের জেলা । সবাই এখানে প্রণাম করতে আসেন । সেই জায়গায় এমন একজন সাংসদকে আপনার দ্বিতীয়বার জেতাবেন?’ তিনি রাজ্যের কিছু বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন,’কিছু মিডিয়া বিড়ালকে বাঘ করে দেখাচ্ছে । কারন ওদের টিআরপির ব্যাপার আছে ।’
এরপর তিনি দলীয় প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কে ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়ে বলেছেন, ‘আর আমি বলছি প্রার্থী হিরন যেমন তেমনি শুভেন্দু অধিকারী ও তেমন । দীপক অধিকারী কে হারাতে হবে। যদি আপনার হিরনকে যেতাম তাহলে কাঁথি তমলুকের মতো ঘাটালকেও আমি দেখব । ডেবরায় সাংসদ কার্যালয় হবে এবং সেখানে শুভেন্দু অধিকারকে মাসে অন্তত দুবার পাবেন, বেশিও পেতে পারেন । চিকিৎসা থেকে শুরু করে সমস্ত সুযোগ-সুবিধা আমি দেব । তমলুক ও কাঁথিতে আমি কি করি দেখে নেবেন । আমাকে দেবেন না দক্ষিণ কলকাতায় থাকার ঠগী পিসি আর তার ভাইকে দেবেন?’
এদিন পিংলাতে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন খড়গপুর-২ পঞ্চায়েত সমিতির সদস্যা সাহানা বিবি ও বুথ সভাপতি শেখ রবিউলসহ শতাধিক পরিবার । একথা মাইকে ঘোষণা করে শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনশো পরিবার আজ বিজেপিতে যোগদান করলো ।।